একশো বছরের সেরা ফোন! জন্মদিনে Nokia 3310 ছুঁল নতুন মাইলফলক
লেট নাইন্টিস বা আর্লি টু থাউসেন্ডস-এর সময়কালে বড় হওয়া লোকজনের কাছে এই ফোনের মূল্য আলাদা। নেভি ব্লু রঙের ফোন। সাদা আলোর কি-প্যাড। নোকিয়া ৩৩১০ যেন আলাদা একটা আবেগ।
অনেক মানুষই সেই সময়কার হট কেক নোকিয়া ৩৩১০ ব্যবহার করেছেন। আজ পর্যন্ত খুব কম ইউজার হয়তো এই ফোন ব্যবহারের পর খুশি হননি! এখনও নোকিয়া ৩৩১০-এর কথা উঠলেই অনেকে আবেগপ্রবণ হয়ে পড়েন।
২০ বছরের জন্মদিন পালিত হল নোকিয়া ৩৩১০-এর। বহু পুরনো এই ফোন নতুন মাইলফলক ছোঁয়ায় আবেগপ্রবণ নেটিজেনরা। অনেকেই এখনও এই ফোন সংগ্রহে রেখে দিয়েছেন। তারা পুরনো এই ফোন-এর ছবি শেয়ার করলেন।
জিঙ্গল রিংটোন থেকে শুরু করে ক্লাসিক স্নেক মোবাইল গেম। সব কথা মনে করে নেটিজেনরা নোকিয়া ৩৩১০-এর স্মৃতিচারণ করলেন। অনেকেই দাবি করেছেন, নোকিয়া ৩৩১০ এই শতাব্দীর সেরা ফোন।
শক্তপোক্ত এই ফোন হাত থেকে পড়ে আছাড় খেলেও দিব্যি চলেছে। সব থেকে বেশি প্রশংসা কুড়িয়েছে এই ফোনের ব্যাটারি ব্যাক-আপ। নোকিয়া-র ২০ বছরের জন্মদিনে অনেকেই নস্টালজিয়ায় ভাসলেন।