হাতে মেহন্দির রং স্পষ্ট, বিয়ের পরই নতুন বছরের পার্টি করতে ছুটলেন মোনা সিং
শ্যাম গোপালনের সঙ্গে সবে সবে সাতপাকে বাঁধা পড়েন মোনা সিং। ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের আত্মীয়দের নিয়ে শ্যামের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন জ্যাসসি জ্যায়সি কোয়ি নেহি-খ্যাত অভিনেত্রী
ব্যাঙ্কার শ্যাম গোপালনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পরই নতুন বছরের পার্টি করতে ছোটেন মোনা সিং। মোনা এবং শ্যামের সেই পার্টিতে হাজির হন অভিনেত্রীর প্রিয় বন্ধু গৌরব গেরাও
শ্যাম গোপালনের সঙ্গে বিয়ের পর মোনা সিংয়ের স্বামীর প্রথম পক্ষের মেয়ের ছবি প্রকাশ্যে আসে, তবে কী কারণে শ্যামের সঙ্গে তাঁর প্রথম পক্ষের স্ত্রীর বিচ্ছেদ হয়ে যায়, তা জানা যায়নি
মোনা সিংয়ের বিয়ের ছবি প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়। শ্যাম গোপালনের সঙ্গে সম্পর্কের কথা কেন লুকিয়ে রেখেছিলেন মোনা, সে বিষয়ে খোলসা করেননি অভিনেত্রী
এ বিষয়ে মোনার কাছের বন্ধু গৌরব গেরা বলেন, শ্যামের সঙ্গে সম্পর্কের কথা তাঁরা জানতেন। কিন্তু অনেক করে মোনার সঙ্গে শ্যামের সম্পর্কের কতা লুকিয়ে রেখেছিলেন তাঁরা