Delhi Srinagar Vande Bharat: এবার এক রাতেই কাশ্মীর; চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার, ভাড়া কত?
এক রাতেই ভূস্বর্গ। দিল্লিতে রাতে ট্রেন চাপলে সকালেই পৌঁছে যাওয়া যাবে কাশ্মীরে। ২০২৫ সালে চালু হচ্ছে নয়া দিল্লি-শ্রীনগর বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। দ্রুত, আরামদায়ক সফরে উপকৃত হবেন ব্যবসায়ী থেকে পর্যটকরা।
মাত্র ১৩ ঘণ্টা দিল্লি থেকে শ্রীনগরে পৌঁছে যাবে বন্দে ভারত এক্সপ্রেস। সন্ধে ৭টা দিল্লিতে ট্রেনে চেপে শ্রীনগরে পা রাখা যাবে সাকাল আটটাতেই। বাঁচবে গোটা একটা দিন।
দিল্লি থেকে ছেড়ে বন্দে ভারত থামবে আম্বালা ক্যান্টনমেন্ট, লুধিয়ানা, জমম্ু তাওয়াই, শ্রী মাতা বৌষ্ণো দেবী কাটরা ও শ্রীনগর। এক ঘুমেই পৌঁছে যাবেন ভূস্বর্গে।
ট্রেনটি চলবে উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল লিঙ্কের উপর দিয়ে। এতে সফরের সময় কমবে, পাশাপাশি সফর হবে অনেক বেশি আরামদায়ক।
বিভিন্ন বাজেটের যাত্রীদের জন্য় বিভিন্ন ক্লাসের ভারা নির্ধারণ করা হয়েছে। এসি ৩ টায়ারের ভাড়া ধার্য করা হয়েছে ২০০০ টাকা, এসি ২ টায়ারের ভাড়া হয়েছে ২৫০০ টাকা অন্যদিকে এসি ফাস্ট ক্লাসের ভাড়া নির্ধারণ হয়েছে ৩০০০ টাকা।