ভারতীয় বুলেটে কী কী থাকছে জেনে নিন

Thu, 02 Aug 2018-11:28 am,

মুম্বই থেকে আমেদাবাদ উচ্চ গতি সম্পন্ন করিডর তৈরি হচ্ছে জোর কদমে। প্রত্যাশা ২০২২-সালের ১৫ অগস্টের মধ্যে শেষ করা হবে এই প্রোজেক্ট। কিন্তু জানেন কী ভারতের প্রথম বুলেট ট্রেনে কী কী সুবিধা থাকছে?

জানা যাচ্ছে, যাত্রীদের সুবিধার জন্য বিশেষ বিশেষ ক্ষেত্রে আলাদা করে রুম বরাদ্দ থাকছে। যেমন, স্তনপান করানোর জন্য থাকবে আলাদা রুম।

পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা টয়লেট করা হচ্ছে বলে জানা যাচ্ছে। এমনকী অসুস্থ যাত্রীদের জন্য থাকছে বিশেষ রুম।

বুলেট ট্রেনে বিজনেস ক্লাসের জন্য বরাদ্দ হচ্ছে ৫৫টি আসন। জেনারেল আসন থাকছে ৬৯৫টি।

হুইল চেয়ার বসে থাকা বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য থাকছে আলাদা করে টয়লেট।

১০ কোচ বিশিষ্ট এই কোচে শিশুদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। ছোটোদের হাত ধোয়ার জন্য নীচু করে বসানো সিঙ্ক কিংবা টয়লেটে বসার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।

রেল সূত্রে খবর, টয়লেট বসানো হয়েছে অভিনব পদ্ধতিতে। একটি কোচে ইউরিনাল থাকলে অন্য কোচে থাকবে টয়লেট।

রেলওয়ের ব্লু প্রিন্ট অনুযায়ী, জাপানের সবচেয়ে উচ্চ প্রযুক্তির E5 শিনকানসেন-র মডেলের বুলেট তৈরি করা হচ্ছে। মোট ৭৫০টি আসন রয়েছে এই ট্রেনের।

এক লক্ষ কোটি টাকার এই প্রোজেক্ট।  ২০১৮ সালে জুন মাস থেকে কাজ শুরু হয়েছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link