Engineering College: রাজ্যে আরও একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, পড়ানো হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: রাজ্য পেল নতুন সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অনুমোদন। আলিপুরদুয়ারে শুরু হতে চলেছে নতুন সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ।
এআইসিটিই থেকে ইতিমধ্যেই এই নতুন কলেজ চালুর জন্য অনুমোদন মিলেছে। শুধু তাই নয়, রাজ্যে এই প্রথম কোনও সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ারিং পড়ানো হবে।
AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আসন বরাদ্দ করা হয়েছে ৩০টি। নতুন এই ইঞ্জিনিয়ারিং কলেজে মোট আসন থাকবে ১৮০টি।
AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ারিং ছাড়া এই কলেজে পড়ানো হবে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং।
উল্লেখ্য, প্রায় ৭ বছর পরে রাজ্য নতুন সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অনুমোদন পেল। এরফলে শিক্ষার ক্ষেত্রে রাজ্যের পড়ুয়ারা অনেকখানি সুবিধা পাবে বলে আশাবাদী সংশ্লিষ্ট সব পক্ষ।