অভিনব উদ্যোগ! IFA-কে ব্র্যান্ড হিসেবে তুলে ধরতে চান সচিব জয়দীপ মুখার্জি
অভিনব উদ্যোগ আইএফএ-র। এবার আইএফএ-র লোগো লাগানো বলে খেলা হবে ঘরোয়া লিগের ম্যাচ। আপাতত প্রথম ডিভিসন থেকে নার্সারি ডিভিসনের ম্যাচই হবে এই বলে।
পরবর্তী সময়ে প্রিমিয়ার লিগের ম্যাচেও আইএফএ-র লোগো লাগানো ব্যবহার করার ইচ্ছা রয়েছে রাজ্য ফুটবল সংস্থার সচিব জয়দীপ মুখার্জির।
আসলে আইএফএ-কে একটা ব্র্যান্ড হিসাবে তুলে ধরতে চাইছেন তিনি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে আইএফএ-র লোগো লাগানো মাস্ক। লিগের ম্যাচে সব মাঠে আইএফএ-র লোগো লাগানো স্যানিটাইজার গেটও বসাতে চলেছে রাজ্য সংস্থা।
আইএসএলে যে বল খেলা হয়, তাতে থাকে আইএসএলের লোগো। সেই পথে হেঁটে এবার ঘরোয়া লিগের ম্যাচে দেখা যাবে আইএফএ-র লোগো লাগানো বল। ইতিমধ্যেই আইএফএ অফিসে পৌঁছেছে বিশেষ এই ম্যাচ বল।
লিগের খেলা শুরু হওয়ার আগে নতুন বলের গুণগত মান নিয়ে প্রাক্তন আর বর্তমান ফুটবলারদের নিয়ে আলোচনা সেরে নিতে চান আইএফএ সচিব জয়দীপ মুখার্জি।