Truecaller-এর এই নতুন ফিচার সম্পর্কে জানেন তো!
এই মুহূর্তে গোটা বিশ্বের প্রায় ১৪ কোটি মানুষ Truecaller ব্যবহার করেন যার মধ্যে প্রায় ৭০ শতাংশই ভারতীয়।
সম্প্রতি ভয়েস কল করার সুবিধা পাচ্ছেন Truecaller ব্যবহারকারীরা। শুরুতে Android গ্রাহকদের জন্য চালু হয় এই বিশেষ ফিচার। পরে iOS গ্রাহকদের জন্যেও ভয়েস কল ফিচার চালু হয়।
এ বার Truecaller-এর ভয়েস কলিং-এ যুক্ত হল ‘কল ওয়েটিং’ ফিচার। Android ও iOS— সকল গ্রাহকের জন্যই এই ‘কল ওয়েটিং’ ফিচার চালু করল Truecaller।
নতুন এই ‘কল ওয়েটিং’ ফিচারে Truecaller Voive গ্রাহককে তাঁর চালু থাকা কলের মধ্যেই কোনও রকম বিঘ্ন না ঘটিয়ে দ্বিতীয় কলের সম্পর্কে জানিয়ে দেবে।
জানা গিয়েছে, ফোনে নম্বর সেভ করা না থাকলেও এই ফিচারে কলারের পরিচয় জানা যাবে।