কোহলিদের শায়েস্তা করতে ৬ ফুট ৮ ইঞ্চির `কিল্লা`কে দলে নিল নিউ জিল্যান্ড
টি-২০ সিরিজ ইতিমধ্যে পকেটে পুরেছে ভারতীয় দল। একদিনের সিরিজ কিছুতেই হাতছাড়া করতে চাইছে না নিউ জিল্যান্ড। তাই কোহলিদের শায়েস্তা করতে এবার দেশের সব থেকে লম্বা পেসারকে দলে নিল কিইয়িরা।
নিউ জিল্যান্ডের ক্রিকেট সার্কিটে ইনি কিল্লা নামে জনপ্রিয়। ছয় ফুট আট ইঞ্চি উচ্চতা তাঁর। ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও লকি ফার্গুসনের মতো নির্ভরযোগ্য পেসারদের একদিনের সিরিজে পাবেন না ক্যাপ্টেন কেন উইলিয়ামসন। তাই এবার তাঁর ভরসা কিল্লা।
কাইল জেমিসন নিউ জিল্যান্ডের সব থেকে লম্বা পেসার। উচ্চতার জন্য অ্যাডভান্টেজ পান তিনি। ঘরোয়া ক্রিকেটে তাঁকে সামলাতে হিমশিম খান ব্যাটসম্যানরা।
কিছুদিন আগে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন কিল্লা। ভারতীয় ‘এ’ দলের ব্য়াটসম্যানদের সমস্যায় ফেলেছিলেন।
ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে নিউ জিল্যান্ড দল- কেন উইলিয়ামসন (অধিনায়ক), হামিশ বেনেট, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, স্কট কুগেলাইন, টম ল্যাথাম, জিমি নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ইশ সোধি (শুধু প্রথম ওয়ানডে-তে), টিম সাউদি ও রস টেলর।