নতুন রূপে ট্রেনের কামরা, মডিউলার টয়লেট থেকে শুরু করে থাকছে বিরাট কাঁচের জানলা ও ছাদ

Wed, 30 Dec 2020-4:38 pm,

নিজস্ব প্রতিবেদন:  দেশের পর্যটন শিল্পের কথা মাথায় রেখে নতুন ডিজাইনের আধুনিক কোচ তৈরি করছে ভারতীয় রেল। পর্যটকদের নজর কাড়তেই ঢেলে সাজানো হচ্ছে রেলকে। নতুন আঙ্গিকে কোচ নিয়ে আসছেন ভারতীয় রেল। 

এ বছর ১০ টি কোচ তৈরি হচ্ছে, যার মধ্যে দুটি ইতিমধ্যে প্রস্তুত হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। বাকি ৩১ শে মার্চের মধ্যে প্রস্তুত হয়ে যাবে বলে খবর। 

 এই কোচ গুলিতে আধুনিক সমস্ত সুযোগ-সুবিধার পাশাপাশি পর্যটকদের সুবিধার্থে নকশা তৈরি হয়েছে।

এয়ার-স্প্রিং সাসপেনশন থাকছে সমস্ত বগিতে।  

কাঁচের বড় জানালা এবং কাচের ছাদ যা বৈদ্যুতিকভাবে নিয়ন্ত্রিত হবে।  

যাত্রীরা যাত্রাপথের প্যানোরামিক দৃশ্য দেখতে পাবেন। থাকবে স্বচ্ছ ছাদ। এক প্রান্তে বৃহত্তর উইন্ডো সহ অবজারভেটরি লাউঞ্জ থাকবে।

Ergonomically ডিজাইনে আটকানো রিলাইনিং সিটগুলি ১৮০ ডিগ্রি পর্যন্ত ঘোরানো যাবে। যা যাত্রীদের যাত্রার পথকে মনোরম করবে। আরামদায়কও হবে। প্রতিটি যাত্রীর জন্য সিটের সঙ্গে থাকছে চার্জিং ব্যবস্থা।  

ডিজিটাল ডিসপ্লে স্ক্রিন এবং সঙ্গীত প্রেমীদের জন্য স্পিকারের ব্যবস্থাও থাকছে। ট্রেনে থাকবে ও ওয়াইফাই। হুইল চেয়ার নিয়ে ট্রেনে ওঠার ব্যবস্থাও থাকবে। স্লাইডিং দরজা থাকবে বগিতে। 

জিপিএস ভিত্তিক যাত্রীদের পাঠানো হবে মেসেজ।  স্টেইনলেস স্টিল মাল্টিয়ারে থাকবে লাগেজ। যাত্রীদের রিফ্রেশমেন্টের জন্য থাকছে মিনি প্যান্ট্রি। 

হট কেস, মাইক্রোওয়েভ ওভেন, কফি মেকার, বোতল কুলার, রেফ্রিজারেটর এবং বেসিন থাকবে।  উন্নত মানের মডুলার টয়লেট থাকবে বগিতে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link