`আমার ভালবাসা পবিত্র না হলে মেহন্দির রং এত গাঢ় হত না`, বিয়ের পর বললেন সানা খান
মৌলানা অনস সাঈদকে বিয়ের পর থেকেই সানা খানকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। সানাকে নিয়ে যতই চর্চা হোক না কেন, আপাতত নিজের মতো করেই একের পর এক ভিডিয়ো শেয়ার করছেন এক সময়ের অভিনেত্রী
গুজরাতের মৌলানাকে বিয়ের পর প্রথমে ওয়ালিমা লুক শেয়ার করেন সানা। তারপর মেহন্দির ছবিও শেয়ার করেন তিনি। এবার সানা নিজের ইনস্টাগ্রামে মেহন্দির আরও বেশ কয়েকটি ছবি শেয়ার করেন
যেখানে সানা বলেন, অনসের প্রতি তাঁর ভালবাসা যদি পবিত্র না হত, তাহলে তাঁর মেহন্দির রং এত গাঢ় হত না
নিজের হাতের এবং পায়ের মেহন্দির ছবি তুলে এমনই মন্তব্য করতে দেখা যায় সদ্য বিবাহিত সানা খানকে
বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের সাজের ছবি এবং ভিডিয়োর পাশাপাশি শ্বশুরবাড়িতে যাওয়ার পর শাশুড়ি মা সানার জন্য যেভাবে নিজের হাতে বিরিয়ানি তৈরি করেন, এবার সেই ভিডিয়োও শেয়ার করেন অভিনেত্রী