Neymar-Al Hilal: আরব্য রজনী অতীত! আল হিলালের সঙ্গে হানিমুন শেষ নেইমারের, কত টাকা খুইয়ে দেশে ফিরছেন?

Tue, 28 Jan 2025-6:21 pm,
Cristiano Ronaldo Joins Al-Naser

ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্য চলো! এই আন্দোলনের অঘোষিত ডাক দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । তিনি বছর দুয়েক আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে আল-নাসের আসতেই, বিশ্বের তাবড় ফুটবলাররা সিআরসেভেনের পিছু নিয়েছিলেন সৌদিতে। 

 

Neymar Joins Al Hilal

ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে আসা ফুটবলারদের তালিকায় রয়েছেন এন'গোলো কান্তে থেকে করিম বেঞ্জেমার মতো নাম। সৌদি প্রো লিগ খেলতে ব্রাজিলের পোস্টার বয় নেইমারও পা বাড়িয়ে ছিলেন পিএসজি থেকে। ৯০ মিলিয়ন ইউরোতে আল হিলালে নাম লিখিয়ে প্যারিস থেকে দোহায় এসেছিলেন। 

Neymar-Al Hilal Terminate Contract

২০২৩-২৫ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি ছিল, এই মুহূর্তে বিদেশের একাধিক মিডিয়ার রিপোর্ট বলছে যে, নেইমারের আরব্য রজনী অতীত! আল হিলালের সঙ্গে তাঁর হানিমুন পিরিয়ড শেষ হয়ে গিয়েছে। দুই পক্ষের ইচ্ছায় নাকি চুক্তিভঙ্গ হয়েছে। মেসি-রোনাল্ডোদের সঙ্গে একসময়ে নেইমারের নাম উচ্চারিত হত। কিন্তু সেসব আজ অতীত। অলিম্পিক্স সোনা জয়ী মাঠে কম রিহ্যাবে বেশি কাটান। চোট-আঘাত ও রঙিন জীবনই নেইমারের কেরিয়ার প্রায় গিলে ফেলেছে। আল-হিলালের জার্সিতে লিগ-কাপ মিলিয়ে মাত্র ৭বার মাঠে নেমেছেন নেইমার। আর খেলবেনই বা কী করে তিনি। বাঁ-হাঁটুর এসিএল চোটের সঙ্গে হ্যামস্ট্রিং চোটের জোড়া মার্কিংই নেইমারকে বোতলবন্দি করে ফেলেছিল।  

নেইমার সৌদি থেকে পাততাড়ি গুটিয়ে ফিরে যাচ্ছেন ব্রাজিলে। শৈশবের ক্লাব স্যান্টোসে ফিরছেন। ১১১ বছরের এই ক্লাবে খেলেছেন ফুটবলসম্রাট পেলেও। জানা যাচ্ছে নেইমার আপাতত স্যান্টোসের সঙ্গে ছ'মাসের চুক্তি করছেন। তাঁর কাছে সুযোগ থাকবে তা এক বছর পর্যন্ত বাড়িয়ে নেওয়ার। জানা যাচ্ছে আগামী বৃহস্পতি বা শুক্রবার স্যান্টোস আনুষ্ঠানিক ভাবে নেইমারকে সই করানোর ঘোষণা করে দেবে। স্যান্টোস গতবছর ব্রাজিলিয়ান সিরি বি খেতাব জিতে সরাসরি সিরি এ-তে উন্নীত হয়েছে। সেই প্রতিযোগিতায় দেখা যাবে নেইমারকে।

 

২০০৩ সালে প্রথমবার স্যান্টোসে পা দিয়েছিলেন নেইমার। ২০০৯ সাল পর্যন্ত এই ক্লাবেই ছিল তাঁর যুব কেরিয়ার। এরপর ২০০৯-২০১৩ পর্যন্ত, টানা পাঁচ বছর এখানেই সিনিয়র কেরিয়ার শুরু করেছিলেন। স্যান্টোসের হয়ে নেইমার ২২৫ ম্যাচে ১৩৬ গোল করেছেন। এরপর নেইমার চলে আসেন বার্সোলোনায়। 

 

চলতি বছর জুনে নেইমারের সঙ্গে আল-হিলালের চুক্তি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই নেইমার ছাড়ছেন ক্লাব। যার ফলে তাঁর চুক্তির চুক্তির বাকি ৬৫ মিলিয়ন ডলারের থেকে ২৫-৩০ মিলিয়ন ডলারের মায়া কাটাতে হচ্ছে। বিরাট পে-কাটের মুখেই পড়ছেন নেইমার। 

 

মেজর লিগ সকারে ইন্টার মায়ামির জার্সিতে ফের মেসি-সুয়ারেজ-নেইমার পুনর্মিলনের জল্পনা ছিল বাজারে। তবে নেইমারের  স্যান্টোসে যোগ দেওয়া প্রায় নিশ্চিত। ফলে বার্সোলোনার ভয়ংকর MSN ত্রয়ী আর দেখার সুযোগ নেই এই তিন তারকার ভক্তদের।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link