রিসর্টে রিহ্যাবে নেইমার
শনিবার অস্ত্রোপচারের পর রিও ডি জেনেইরো থেকে ১০০ কিমি দূরে মানগারাবিতা বিচ রিসর্টে রয়েছেন নেইমার।
সব ধরনের সুযোগ সুবিধেই রয়েছে বিলাসবহুল এই মানগারাবিতা বিচ রিসর্টে।
আরামে থাকার পাশাপাশি সুস্থ হয়ে ওঠার সব রকম সরঞ্জামই এখানে পাবেন নেইমার। সুইটেই থাকবেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারটি।
মানগারাবিতা রিসর্টে জিম তো আছেই সঙ্গে রয়েছে টেনিস কোর্ট, সুইমিং পুল, ফুটবল অনুশীলনের মাঠ থেকে হেলিপ্যাডও।
মানগারাবিতা বিচ রিসর্টেই রিহ্যাবে থাকবেন পিএসজি'র ব্রাজিলিয় তারকা।
নেইমারকে দ্রুত মাঠে ফেরানোর দায়িত্বে রয়েছেন পিএসজি' ফিজিও রাফায়েল মার্তিনি। তিনি ব্রাজিল ফুটবল দলেরও ফিজিও।
আপাতত ৬ সপ্তাহ পর স্পষ্ট বোঝা যাবে পুরোপুরি সুস্থ হয়ে কবে ফিরবেন নেইমার।
মে মাস নাগাদ মাঠে ফিরতে পারেন নেইমার, আশাবাদী চিকিত্সকরা।