১৮ ঘণ্টায় ২৫ কিমি রাস্তা তৈরি, Limca Book of Records-এ নাম তুলল NHAI

Sun, 28 Feb 2021-4:07 pm,

বিশ্বরেকর্ড গড়ল NHAI. সোলাপুর থেকে বিজাপুর সেকশনে ২৫ কিমি রাস্তা মাত্র ১৮ ঘণ্টায় তৈরি করে ফেলল তারা। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া-র নাম উঠল Limca Book of Records-এ।

 

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গডকরি এদিন টুইট করে জানান, হায়দরাবাদে ২৫ কিমি দীর্ঘ হাইওয়ে লেন ১৮ ঘণ্টারও কম সময়ে তৈরি করেছেন NHAI-এর কর্মীরা।

 

চার লেনের এই হাইওয়ের একদিকে 12.77 কিমি রাস্তা প্রথমে নির্মাণ করে NHAI. ওই রুটে সিঙ্গল লেন ডাবল করা হয়েছে।

মোট ৫০০ জন কর্মচারী দিন-রাত এক করে কাজ করেছেন। ঠিকাদার সংস্থার কর্মীরাও প্রচণ্ড পরিশ্রম করেন। তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন নীতিন গডকরি।

 

আগে হাইওয়ে নির্মাণের পর দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে Linear Method মেনে চলতেন কর্মীরা। ২০১৮-র পর থেকে লেন-কিলোমিটারের হিসাবে রাস্তার মাপ নেওয়া হয়। ফলে এখন হাইওয়ের ওভারঅল লেন্থ নেওয়ার পরিবর্তে প্রতি লেনের দৈর্ঘ্য মাপা হয়। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link