গোয়ার সৈকতে গোলাপি মনোকিনিতে আগুন ঝরাচ্ছেন `নাগিন` নিয়া শর্মা
অল্ট বালাজির ওয়েব সিরিজ 'জামাই ২.০' জন্য শ্যুটিং করছেন অভিনেত্রী নিয়া শর্মা।
ছবি-ইনস্টাগ্রাম
শ্যুটিংয়ের ফাঁকে গোয়ার সৈকতে গোলাপী মনোকিনিতে ধরা পড়লেন নিয়া।
ছবি-ইনস্টাগ্রাম
ওয়েব সিরিজ 'জামাই ২.০'তে নিয়ের স্বামীর ভূমিকায় দেখা যাবে রবি দুবে-কে এবে মায়ের ভূমিকায় দেখা যাবে অচিন্ত কৌর-কে।
ছবি-ইনস্টাগ্রাম
নিয়ার এই hot ছবি পোস্টের পরে 'জামাই ২.০' ওয়েব সিরিজ দেখার জন্য তাঁর অনুরাগীদের মধ্যে আগ্রহ আরও বাড়বে, সেটাই আশা করা যায়।
এর আগে টেলি শো 'নাগিন' শোতে নাগিন রূপে নজর কেড়েছিলেন নিয়া শর্মা।