`সুযোগের জন্য সম্মান খোয়াতে পারব না`, বললেন নিয়া শর্মা
টেলিভিশনের অন্যতম 'হটি' বলা হয় তাঁকে
অভিনয় জীবনে আসার পর থেকে অনেক কটাক্ষ সহ্য করেছেন নিয়া শর্মা। কখনও বেগুনি রঙের লিপস্টিক পরার জন্য কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে, আবার কখনও বিকিনি অবতারের জন্য়
কটাক্ষ এবং সমালোচনার মধ্য়ে দিয়েই ক্রমশ টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীর তকমা জুটে গিয়েছে তাঁর নামের পাশে
সেই নিয়া শর্মাই এবার বলেন, বলিউডে পা রাখার জন্য তিনি প্রস্তুত। তবে অভিনয়ে সুযোগ পাওয়ার জন্য কখনও নিজের সম্মান খোয়াতে পারবেন না
যদি কেউ কখনও অভিনয়ের জন্য তাঁর মান, সম্মান জলাঞ্জলি দিতে বলেন, তা কখনও করবেন না বলে স্পষ্ট জানান নিয়া। পাশাপাশি আরাও বলেন, এ পর্যন্ত যা করেছেন, সব তাঁর নিজের রোজগারে। বাড়ির ইএমআই থেকে শুরু করে গাড়ির ইএমআই, কোনও কিছুর জন্যই অন্য কারও উপরে নির্ভর করেন না বলে স্পষ্ট জানান টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী