শেষে গোপন কথা প্রকাশ্যে আনলেন নিক, প্রিয়াঙ্কা কি মেনে নেবেন?
নিক জোনাসের সঙ্গে সম্পর্কের কথা কখনওই প্রকাশ্যে আনতে চাননি প্রিয়াঙ্কা চোপড়া
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদমাধ্যমকে কিছু জানাতে চান না বলে সম্প্রতি স্পষ্ট জানান প্রিয়াঙ্কা
প্রিয়াঙ্কা চোপড়া দিল্লি বিমানবন্দরে নামার পর, আংটি খুলে সংবাদমাধ্যমের সামনে আসেন বলে সম্প্রতি শোরগোল শুরু হয়
নিক জোনাসকে বাগদানের জন্য শুভেচ্ছা জানালে, তিনি পাল্টা ধন্যবাদও জানান
প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে কি আংটি বদল সেরেছেন? এমন প্রশ্ন করা হলে, নিক জোনাস হ্যাঁ বলে দেন
মার্কিন মুলুকে ইতিমধ্যেই নিক, প্রিয়াঙ্কার আংটি বদলের খবর ছড়িয়ে পড়েছে
নিক বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন, এমন জানিয়েছেন তাঁর এক ঘনিষ্ঠ
লন্ডনে গিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে নিক জোনাস বাগদান পর্ব সেরেছেন বলে খবর
প্রিয়াঙ্কার ৩৬ বছরের জন্মদিনেই ন্তাঁড় সঙ্গে নিক জোনাস আংটি বদল সেরেছেন বলে শোনা যাচ্ছে
নিকের সঙ্গে মাঝে মধ্যেই জোনাস পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে হাজির হতেও দেখা যায় প্রিয়াঙ্কাকে
২০১৭ সালের মেট গালার রেড কার্পেটে নিক জোনাসের প্রথম দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে