WATCH | Nidhhi Tapadia: ওপেনারের জন্য মাঠেই নিজেকে করেছেন উন্মুক্ত! শৈলশহরে আগুন জ্বালালেন কে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খারাপ পারফরম্যান্সের জন্য তাঁকে হাফ ডজন ম্যাচ ডাগআউটে রেখেছিল দিল্লি। প্রথম ছয় ম্যাচে পৃথ্বীর ব্যাট থেকে এসেছিল মাত্র ৪৭ রান। এরপর আর পৃথ্বীকে খেলানোর ঝুঁকি নেয়নি দিল্লি। খারাপ পারফরম্যান্সে দল থেকে বাদ পড়া যেমন ছিল, তেমনই পৃথ্বীর ব্যক্তিগত জীবনেও ঝড় বয়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না গিলের (Sapna Gill) সঙ্গে গত ফেব্রুয়ারিতে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন পৃথ্বী। যার জন্য় তাঁকে আইনি লড়াইয়ের পথে হাঁটতে হয়েছে। সেই পৃথ্বীই বুধবার প্রত্যাবর্তন করলেন আইপিএলে। ফিরেই বুঝিয়ে দিলেন যে, তাঁর মধ্যে ক্রিকেটের আগুন একই ভাবে জ্বলছে। তরুণ ক্রিকেটারের হাত থেকে এল ৩৮ বলে ৫৪ রানের ইনিংস। পৃথ্বী সাতটি চার ও একটি ছয় মারেন। আর এদিন পৃথ্বীর জন্য গ্যালারিতে ছিলেন নিধি তাপাড়িয়া
হাফ-সেঞ্চুরির পর পৃথ্বী বিচিত্র ভঙ্গিতে সেলিব্রেট করেছিলেন। নিধিও গ্যালারিতে ঠিক এভাবেই সেলিব্রেট করেন। চলতি বছরের শুরুতেই একেবারে অক্রিকেটীয় কারণে খবরের শিরোনামে এসেছিলেন পৃথ্বী। বর্ষবরণে রাতে পৃথ্বীর অন্তরঙ্গ ছবি চলে এসেছিল প্রকাশ্যে। ২৩ বছরের প্রতিভাবান ক্রিকেটারকে দেখা গিয়েছিল মুম্বইয়ের এক পাবে। পৃথ্বীর সঙ্গে ছিলেন এই মডেল-অভিনেত্রী নিধি। নিধিই তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে পৃথ্বীর সঙ্গে পার্টি করার ছবি শেয়ার করেছিলেন।
বছর বাইশের মডেলকে পৃথ্বী ডেট করছিলেন বলেই জানা গিয়েছে। লোক মুখে শোনা যায় যে, অভিনেত্রী প্রাচী সিংই ছিলেন পৃথ্বীর প্রথম গার্লফ্রেন্ড। প্রাচী-পৃথ্বীর পথ আলাদা হওয়ার পর পৃথ্বীর জীবনে এসেছে নতুন বসন্ত এনেছিলেন নিধি।
নিধি তাপাড়িয়াকে ১.১১ লক্ষ ফলোয়ার্স ইনস্টাগ্রামে ফলো করেন। তাঁর সৌন্দর্য্য ও অন-স্ক্রিন প্রেজেন্স ফ্যানদের মন জয়ে করে নিয়েছে। নিধি জানেন কী করে আগুন জ্বালতে হয় ইনস্টায়।
নিধির পেশা মডেলিং ও অভিনয়। মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা তিনি। শিশু অভিনেতা হিসেবে অভিনয়ে হাতেখড়ি নিধির। ঋতুরাজ মোহান্তির 'তেরি ইয়াদ' গানের মিউজিক ভিডিয়োতে নিধিকে পাওয়া গিয়েছিল।
নিধির পেশা মডেলিং ও অভিনয়। মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা তিনি। শিশু অভিনেতা হিসেবে অভিনয়ে হাতেখড়ি নিধির। ঋতুরাজ মোহান্তির 'তেরি ইয়াদ' গানের মিউজিক ভিডিয়োতে নিধিকে পাওয়া গিয়েছিল।
এছাড়াও নিধিকে জনপ্রিয় টিভি শো 'সিআইডি'-র বেশ কিছু এপিসোডে দেখা গিয়েছে। এরপর ২০১৯ সালে নিধি দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন কুলবিন্দর বিলার পঞ্জাবি গানের মিউজিক ভিডিয়ো-তে। 'জট্টা কোকা'য় তিনি আগুন জ্বেলেছিলেন।