রাতের বৃষ্টিতে তছনছ বিস্তীর্ণ এলাকা, ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল
শনিবার রাতে প্রবল ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে মালবাজার মহকুমা এলাকায়। কোথাও ঝড়ে উড়ে গিয়েছে বাড়ির টিনের চাল, কোথাও আবার বিদ্যুৎ-এর হাই ভোল্টেজ তারের মধ্যে পরে গিয়েছে বড় বড় গাছ।
বিভিন্ন চাবাগানের শ্রমিক আবাসনেরো ভিষন ক্ষতি হয়েছে। বহু বাড়িতে ভেঙ্গে পরেছে সুপারি গাছ এবং অন্য গাছ। ছিঁড়ে পরে আছে বিদ্যুৎ এর তার। পুরো এলাকায় রাত থেকে বিদ্যুৎহীন।
প্রবল ঝড়ের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এলাকায়। ব্যাহত স্বাভাবিক জীবনযাপন। মালবাজার মহকুমার বিভিন্ন চা বাগানেও ব্যাপক ক্ষতি হয়েছে। রানি চিরা চা বাগানে বহু ছায়া গাছ ভেঙ্গে পড়েছে। নষ্ট হয়েছে বহু চা গাছ।
পাশাপাশি এই চা বাগানের পাম্প হাউস পুরোপুরি ড্যামেজ হয়েছে। এই এলাকায় প্রবল ঝড়ে ট্রান্সফরমার ভেঙে গিয়েছে। ক্ষতি হয়েছে ঘর বাড়িরও
ক্ষতিগ্রস্ত ডামডিম এলাকাও। এলাকা বিদ্যুৎহীন। মালবাজার, বাগ্রাকোট, ওদলাবাড়ি এলাকায় ভেঙ্গে পড়েছে সাইনবোর্ড।