আগামী বাজেটে ব্যক্তিগত আয়ের ক্ষেত্রে মিলতে পারে বড়সড় করছাড়!
করছাড়ের ক্ষেত্রে আগামী বাজাটে বড়সড় ছাড়ের ঘোষণা করতে পারেন নির্মলা সীতারমন। অর্থমন্ত্রক সূত্রে খবর, ব্যক্তিগত আয়ে ও দীর্ঘমেয়াদী ইক্যুইটির ক্ষেত্রে করছাড় দিতে পারে সরকার।
অর্থ দফতরের আধিকারিকরা এনিয়ে কথাবার্তা চালাচ্ছেন। সরকারের উদ্দেশ্য হল সাধারণ মানুষের হাতে আরও বেশি টাকা দেওয়া। এমনটাই জানাচ্ছে সংবাদসংস্থা।
দেশের আর্থিক অবস্থায় মন্দা কাটানোর জন্য ব্যক্তিগত করের হার কম করার ব্যাপারে সরকারের ওপরে চাপ দিচ্ছে দেশের একাধিক মহল। একবছর আগের ৭ শতাংশ আর্থিক বৃদ্ধির হার গত জুলাই-সেপ্টেম্বর মাসে ৪.৫ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে।
সাধারণ মানুষের ওপরে করের বোঝা কম করা না হলেও এবছরে নতুন শিল্পক্ষেত্রে কর কম করে ১৫ শতাংশ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী।
আগামী ফেব্রয়ারিতেই সম্ভবত ২০২০-২১ সালের বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন। কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে হয়তো আমদানি শুল্ক কম করতে পারে সরকার।