মেয়ের বিয়ে, নিমন্ত্রণ জানাতে অম্বাজি মন্দিরে নীতা ও কোকিলাবেন আম্বানি
আম্বানি কন্যার বিয়ের বলে কথা, সে বিয়ে বিলাসবহুল তো হবেই। আম্বানিদের বাড়িতে প্রাক-বিবাহ অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে বহু আগে থেকেই।
মেয়ের বিয়ে উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বিভিন্ন খ্যতনামা মন্দিরে বিয়ের নিমন্ত্রণ পত্র নিয়ে যাচ্ছেন আম্বানিরা। চেয়ে নিচ্ছেন আশীর্বাদ।
শুক্রবার নীতা আম্বানি ও তাঁর মা পূর্ণিমা দালাল এবং শাশুড়ি মা কোকিলাবেন আম্বানি হাজির হন গুজরাতের অম্বাজী মন্দিরে। সেখানে মন্দিরের পুরোহিতদের হাতে তুলে দেন তাঁর ৩ লক্ষ টাকা মূল্যের বিয়ের কার্ড।
অন্যদিকে ছেলে অনন্ত আম্বানিকে নিয়ে মুকেশ আম্বানি পৌঁছন রামেশ্বরম মন্দিরে।
তবে শুধুই রামেশ্বরম মন্দিরই নয়,বেশকয়েকদিন ধরেই মুকেশ আম্বানি তাঁর ছেলে অনন্ত আম্বানিকে নিয়ে অন্ধ্রপ্রদেশের শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির, তিরুপতি বালাজী মন্দির, তিরুমালা সহ বিভিন্ন মন্দিরে যাচ্ছেন তাঁদের ব্যক্তিগত চপারে করে। এমনকি তাঁরা কেরলের গুরুভায়ুর মন্দিরের গিয়েছেন বলে খবর।
কিছুদিন আগে কেদারনাথ-বদ্রীনাথের মন্দিরেও গিয়েছিল আম্বানিরা।
'ইকনমিক্স টাইমস' সূত্রে খবর প্রত্যেক মন্দিরেই আম্বানি পরিবারের তরফে ৫৫ হাজার টাকা করে দান করা হচ্ছে।
শুক্রবার গুজরাতের অম্বাজী মন্দিরে গিয়ে ঈশার বিয়ের জন্য পুজো করান নীতা আম্বানি ও কোকিলাবেন আম্বানি।
অদিকে ঈশা আম্বানির বিয়ে উপলক্ষ্যে সম্প্রতি গ্রহ শান্তির পুজা করান আম্বানিরা। সেখানে ঈশাকে দেখা যায় সব্যসাচীর ডিজাইনার পোশাকে।
১২ ডিসেম্বর আনন্দ পিরামলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ছেন ঈশা। তার আগে ৮ ও ৯ তারিখ রাজস্থানের উদয়পুরে রয়েছে প্রাক-বিবাহ অনুষ্ঠান।
প্রাক-বিবাহ অনুষ্ঠান রাজস্থানের উদয়পুরে হলেও বিয়ের আসর বসবে মুকেশ আম্বানির অট্টালিকা এন্টালিয়াতে।
একটি সংবাদপত্রের প্রতিবেদনের দাবি, বিয়ের আগে সংগীতের অনুষ্ঠানে বিয়োন্সে পারফর্ম করবেন। সে জন্য ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন।