Tv Actor Nitin Chauhan Mysterious Death: সুশান্তের ছায়া নীতীনে! `অর্থকষ্ট ছিল না, ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিল`, দাবি বন্ধুর
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র ৩৫ বছরেই প্রয়াত জনপ্রিয় টেলি অভিনেতা নীতীন চৌহান। শুক্রবার তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া টেলিদুনিয়ায়।
নীতীনের মৃত্যুর সঙ্গে অনেকেই খুঁজছেন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ছায়া। সুশান্তের মতোই জনপ্রিয়তা পেয়েও কেন আত্মহত্যা করলেন অভিনেতা? প্রশ্ন অনেক।
শোনা যাচ্ছিল আর্থিক কষ্টে ছিলেন তিনি। এমনকী মানসিক অবসাদেও ছিলেন। এবার এই বিষয়ে মুখ খুললেন নীতীনের বন্ধু কুলদীপ।
রিয়েলিটি শো ‘দাদাগিরি ২’ জয়ের পর থেকে খ্যাতি পান নীতীন চৌহান। এরপর ‘এমটিভি স্প্লিটসভিলা’, ‘জিন্দেগি ডটকম’, ‘ক্রাইম পেট্রোল’ ও ‘ফ্রেন্ডস’র মতো জনপ্রিয় সিরিজে দেখা গেছে তাঁকে। শেষবার নীতীনকে দেখা গিয়েছিল ২০২২ সালের ধারাবাহিক ‘তেরা ইয়ার হুঁ ম্যায়’-তে। প্রায় ২ বছর পর্দায় দেখা মেলেনি তাঁর।
নীতীন উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা ছিলেন। কর্মসূত্রে মুম্বইয়ে থাকতেন তিনি।
অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর সহ-অভিনেতা সুদীপ সাহির ও সায়ন্তনী ঘোষ। অভিনেত্রী ভিভূতি প্রয়াত সহকর্মীর সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, 'বন্ধু, তোমার আত্মার শান্তি কামনা করছি। এই খবরে আমি স্তম্ভিত। আমি জানি জীবনের সব রকম পরিস্থিতিতে, কঠিন লড়াইয়ের মোকাবিলা করতে কোনওদিন পিছপা হওনি। তুমি মানসিকভাবে যতটা শক্তিশালী ছিলে, শারীরিকভাবেও ঠিক ততটাই সক্ষম ছিলে।'
ছেলের মৃত্যুর খবর পেয়ে আলিগড় থেকে ছুটে এসেছেন তাঁর বাবা। দিল্লিতে হবে নীতীনের শেষকৃত্য।
তবে ঠিক কী কারণে আত্মহত্যা করলেন অভিনেতা? অবাক তাঁর বন্ধুমহল।
নীতীনের প্রিয়বন্ধু কুলদীপ বলেন যে 'নীতীন আমার সঙ্গে সব কথা শেয়ার করত। কখনও ও আর্থিক সমস্যার কথা বলেনি'।
কুলদীপ আরও জানায় যে 'আগামী মাসেই আমাদের দিল্লি যাওয়ার কথা ছিল। সেখান থেকে খাটু শ্যামজীর মন্দিরে যাওয়ার পরিকল্পনা করেছিল'। ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে কেন আত্মহত্যা করলেন অভিনেতা? ধন্দে তাঁর বন্ধু।