Covid Booster Dose For 60+ : বুস্টার ডোজের জন্য কো-মরবিডিটি `প্রমাণে` লাগবে না ডাক্তারের প্রেসক্রিপশন
নিজস্ব প্রতিবেদন : ৬০ বছরের ঊর্ধ্বে কোভিড বুস্টার ডোজের ক্ষেত্রে কো-মরবিডিটি প্রমাণের জন্য ডাক্তারের প্রেসক্রিপশনের কোনও দরকার নেই। স্পষ্ট জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
প্রসঙ্গত, ১০ জানুয়ারি থেকে দেওয়া হবে কোভিড বুস্টার বা প্রিকশন ডোজ। ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও প্রবীণ নাগরিকরা এই বুস্টার ডোজ পাবেন।
বড়দিনের দিনই ছোটদের টিকাকরণের সঙ্গে করোনা টিকার তৃতীয় ডোজের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তবে এই তৃতীয় ডোজ বা বুস্টার ডোজের সঙ্গে দ্বিতীয় ডোজের ব্যবধান থাকতে হবে ৯ মাস। পাশাপাশি, বুস্টার ডোজের ক্ষেত্রে 'ফ্রন্টলাইন ওয়ার্কার' হিসেবে গণ্য হবেন ভোটকর্মীরাও।
এরপরই এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এক বিবৃতি জারি করে জানায় যে ৬০ বছরের ঊর্ধ্বে বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে কো-মরবিডিটি 'প্রমাণে' ডাক্তারের সার্টিফিকেট বা প্রেসক্রিপশন দেখানোর কোনও প্রয়োজন নেই।
উল্লেখ্য, দেশে উদ্বেগজনক হারে বাড়ছে করোনার নয়া স্ট্রেইন ওমিক্রনে আক্রান্ত হওয়ার সংখ্যা। ইতিমধ্যেই দেশে ওমিক্রন আক্রান্ত সাড়ে ৬০০ পেরিয়ে গিয়েছে।
এই পরিস্থিতিতে দেশে থার্ড ওয়েভ রুখতেই তড়িঘড়ি ৩ জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের করোনার টিকাকরণ শুরুর ঘোষণা করেন মোদী।