`লোকসান করে পরিষেবা নয়`, নাগেরবাজারে তিনটি রুটে বাস বন্ধের সিদ্ধান্ত মালিকপক্ষের
ফের যাত্রী দুর্ভোগ, নাগেরবাজার থেকে তিনটি রুটের বাস বন্ধ করারর সিদ্ধান্ত নিল বাস চালকরা। ২০২ নাগেরবাজার থেকে সায়েন্সসিটি মিনিবাস, নাগেরবাজার থেকে হাওড়া রুট 3সি/1, নাগেরবাজার থেকে আনন্দপুর রুটের সকাল বেলা 3সি/1 বাস চালানোর পরে বাস বন্ধ করার সিদ্ধান্ত নেয় তাঁরা।
বাস চালকদের অভিযোগ এই পরিস্থিতিতে বাস চালিয়ে তেলের দাম তুলতে পারছেন না তাঁরা।
একদিকে তেলের দাম বাড়লেও বাড়ছে না বাসের ভাড়া। অন্যদিকে করোনার জেরে বিধিনিষেধ মেনে বেশি যাত্রীও তোলা যাচ্ছে না বাসে। সবমিলিয়ে কার্যত শাঁখের কড়াতের মতোই অবস্থা হয়েছে বলে দাবি বাস মালিকদের।
বাস চালকরা জানাচ্ছেন, সারাদিন বাস চালিয়েও তেলের খরচ উঠছে না। ক্ষতির কারণে চালক বা কন্ডাক্টর কাউকেই বেতন দিতে পারছে না মালিকপক্ষ।
সবদিক খতিয়ে দেখেই তাই আপাতত এই রুটে বাস পরিষেবা বন্ধ রাখারই সিদ্ধান্ত নিল নাগেরবাজারের তিনটি রুটের চালকরা। তাঁরা জানিয়েছেন, এ বিষয়ে আলোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।