সরকারের প্রস্তাবে `না`, রাস্তায় নামছে না বেসরকারি বাস, মিনিবাস
মৌমিতা চক্রবর্তী: পুরনো ভাড়ায় রাস্তায় বাস নামানো সম্ভব নয়। স্পষ্ট জানিয়ে দিল বাস মিনিবাস অপারেটর সংগঠন। পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রস্তাবে রাজি নন তাঁরা। তাঁদের দাবি, মাত্র ২০ জন যাত্রী নিয়ে পুরনো ভাড়া বাস চললে জ্বালানির খরচই তুলতে পারবেন না তাঁরা। এমনিতেই ক্ষতির মুখে বাসশিল্প, তার ওপর এই সময়ে আরও ক্ষতিগ্রস্ত হবেন তাঁরা।
৪৪টি বাস রুট ও ৪৮ টি মিনিবাস রুটে এখনই গাড়ি চলবে না।
সোমবার থেকে রাস্তায় বাস, মিনিবাস নামার কথা ছিল। কিন্তু বাস মালিকরা দাবি করেছিলেন, ন্যূনতম ২০-২৫ টাকা ভাড়া করতে হবে, এরপর প্রতি ৪ কিলোমিটারে ভাড়া বাড়বে, সর্বোচ্চ ভাড়া হবে ৫০ টাকা। মিনিবাসের ক্ষেত্রে ন্যূনতম ভাড়ার দাবি ৩০ টাকা।
কিন্তু এই দুঃসময়ে, যেখানে রাজ্যের বহু মানুষের কোনও উপার্জন নেই গত দুমাসে, তাঁরা কীভাবে এই ভাড়া দেবেন? প্রশ্ন উঠেছিল সর্বত্র। পরিবহণমন্ত্রী জানিয়েছিলেন, এই সঙ্কটের সময়ে ভাড়া বাড়ানো যাবে না।
এরপরই আজ, রবিবার বৈঠকে বসে বাস মিনিবাস অ্যাসোসিয়েশন। এদিনের বৈঠকে বাস মালিকরা আরও দাবি করেন, প্রত্যেক বাসকর্মীর জন্য ১০ লক্ষ টাকার বিমা ও প্রচেষ্টার টাকা দিতে হবে।