FACT CHECK: জেনে নিন করোনা- পরিস্থিতিতে ১৫ অক্টোবর পর্যন্ত সব রেস্তরাঁ, হোটেল বন্ধ থাকবে কিনা?
‘কেন্দ্রীয় সরকারের আদেশ অনুসারে সারা দেশের সমস্ত হোটেল, রেস্তরাঁ ও রিসর্ট ২০২০ সালের ১৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। সম্প্রতি এই বিজ্ঞপ্তিই ঘোরাফেরা করছিল সোশ্যাল মিডিয়ায়। হোয়াটসঅ্যাপেও ছড়িয়ে পড়ে এই নোটিস।
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের একটি বিজ্ঞপ্তি, যেখানে বলা হচ্ছে ‘কেন্দ্রীয় সরকারের আদেশ অনুসারে সারা দেশের সমস্ত হোটেল, রেস্তরাঁ ও রিসর্ট ২০২০ সালের ১৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। সারা বিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে তাই ভারত সরকারের পর্যটন মন্ত্রকের কাছ থেকে সরাসরি এই নির্দেশ এসেছে। ভারতের হোটেল, রিসর্ট, রেস্তরাঁ ওই তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। কোনও ভাবে এই নির্দেশের অন্যথা হলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে মামলা করা হবে। আরও তথ্যের জন্য indiantourism.org-এ লগইন করুন’। শুধু তাই নয়, বিজ্ঞপ্তির নীচে ছিল সুপ্রিম কোর্টের সই।
কিন্তু এই তথ্যটি ভুল। এই নোটিস বিভ্রান্তি ছড়ায়। পরে কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো একটি টুইট করে জানায়, এই নোটিসটি ভুল।
পর্যটনমন্ত্রক এমন কোনও নির্দেশ জারি করেনি বলে কেন্দ্রের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।