ধোনির সমালোচনা করার যোগ্যতা কারও নেই, বলছেন শাস্ত্রী

Suman Majumder Wed, 06 Feb 2019-7:34 pm,

একটা সিরিজে খারাপ পারফর্ম করলেই আর তিনি রেহাই পান না। চারপাশ থেকে ধেয়ে আসে সমালোচনার ঝড়। মহেন্দ্র সিং ধোনি সেসব সমালোচনার জবাব মুখে দেন না। তবে মনে মনে বিদ্ধ হন হয়তো। দুটো বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী অধিনায়ক তিনি। তবুও যেন নিস্তার নেই। পান থেকে চুন খসলেই সমালোচনার শিকার হন তিনি। 

ধোনি মুখে কিছু বলেন না। তবে তাঁর হয়ে এবার মুখ খুললেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। সম্প্রতি অস্ট্রেলিয়ায় একদিনের সিরিজে সেরা নির্বাচিত হয়েছেন তিনি। এবার নিউজিল্যান্ড সফরেও নিজের প্রয়োজন বোঝাচ্ছেন ধোনি। 

রবি শাস্ত্রী মনে করেন, ধোনির সমালোচনা করার যোগ্যতা কারও নেই। ধোনির কথা উঠতেই আক্রমণাত্মক হয়ে উঠলেন শাস্ত্রী। বললেন, ''ধোনির সম্পর্কে যারা সমালোচনা করেন তারা আসলে ক্রিকেটাটা বোঝেন কিনা সন্দেহ! ধোনি ক্রিকেটের অলঙ্কার।''

শাস্ত্রী আরও বলেন,  ''শচীন টেন্ডুলকার, কপিল দেব ও সুনীল গাভাস্কারের মতোই ধোনি। ৩০-৪০ বছর লেগে যায় এমন একজন ক্রিকেটার পেতে।   বিশ্বের এক নম্বর টেস্ট দলের অধিনায়ক ছিল এমএস। কোন ট্রফিটা ধোনির অধরা বলুন তো? রাতারাতি ধোনির মতো কাউকে পাওয়া যায় না।''

ওয়েলিংটনে  নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের পঞ্চম ম্যাচে জেমস নিশামকে যেভাবে রান-আউট করেছিলেন ধোনি, শাস্ত্রী সেই প্রসঙ্গ টেনে বললেন, ''ও এমনই। উইকেটের পিছনেও ও অপ্রতিরোধ্য। ওর একটা আউট ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারে।''

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link