Nokia 7.3, Nokia 6.3 লঞ্চ হতে চলেছে ভারতে, জেনে নিন ফিচার ও স্পেসিফিকেশন

Sun, 03 Jan 2021-4:28 pm,

নিজস্ব প্রতিবেদন:  ফোন কেনার পরিক্লপনা থাকলে আর বেশ কিছুদিন অপেক্ষা করতে পারেন। কারণ, নোকিয়া নিয়ে আসছে দূর্দান্ত একটি ফোন। যার ব্যাটারি ব্যাক আপই মূল ইউএসপি বলে জানা যাচ্ছে। (প্রতীকী ছবি)

মনে করা হচ্ছে নোকিয়ার ওই ফোনের পোশাকি নাম হবে Nokia 7.3। যার ব্যাটারি ৫.০৫০ mAh।(প্রতীকী ছবি)

ইতিমধ্যে TUV Rheinland Japan-এ সেরার সার্টিফিকেট পেয়েছে Nokia 7.3।  যা মূলত ব্যাটারি ব্যাকআপের জন্যি পেয়েছে বলে জানা যাচ্ছে। (প্রতীকী ছবি)

তবে জানা গিয়েছে, একটি নয় দুটি ফোন লঞ্চ করতে চলেছে  নোকিয়া-Nokia 7.3, Nokia 6.3। Nokia 7.3  5G স্মার্টফোন। যার মধ্যে থাকবে ৯০Hz ও ১২০Hz ডিসপ্লে। (প্রতীকী ছবি)

৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ১২ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর থাকবে Nokia 7.3 ফোনে। ফ্রন্ট ক্যামেরায় থাকবে ২৪ মেগাপিক্সেল। (প্রতীকী ছবি)

১৮ ওয়াট ফাস্ট USB Type-C চার্জার থাকবে এই ফোনে। (প্রতীকী ছবি)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link