জলের দরে জোড়া 4G ফোন আনল Nokia, চমকে দেওয়ার মতো ফিচার্স
নিজস্ব প্রতিবেদন: উৎসবের মরসুমে আসছে নতুন নতুন স্মার্টফোন। আত্মপ্রকাশ করেছে অ্যাপেলের আইফোন ১২। স্মার্টফোনের বাজারেই সস্তায় জোড়া 4G ফোন আনল Nokia।
Nokia 215 4G ও Nokia 225 4G নামে দুটি ফিচার ফোনের ঘোষণা করেছে এইচএমডি গ্লোবাল।
ফোনে রয়েছে 4G VoLTE-র সুবিধা। এর পাশাপাশি রয়েছে এফএম রেডিয়ো ও ইন্টারনেট ব্রাউজিং।
Nokia 215-র দাম মাত্র ২,৯৪৯ টাকা। ২৩ অক্টোবর থেকে শুরু হবে অনলাইন বিক্রি। অফলাইনে পাওয়া যাবে ৬ নভেম্বর থেকে।
নোকিয়া ২১৫ পাওয়া যাবে কালো ও সবুজ রঙে। ফোনে রয়েছে সফট টাক কিম্যাট। সহজেই হাতের মুঠোয় ধরা যাবে। এর পাশাপাশি ব্যাটারির আয়ুও অনেক বেশি।
নোকিয়া ২১৫ ফোনে প্রসেসর থাকছে Unisoc UMS9117। মাইক্রো ইউএসবি পোর্ট, ডুয়েল সিম ও এফএম রেডিয়ো থাকছে ফোনে।
Nokia 225-র দাম ৩৪৯৯ টাকা। ২৩ অক্টোবর থেকে অনলাইনে বিক্রি। অফলাইনে ৬ নভেম্বর থেকে পাওয়া যাবে।
নোকিয়া ২২৫ ফোনটি পাওয়া যাবে কালো, মেটালিক ও নীল রঙে। থাকছে ১১৫০ এমএএইচ ব্যাটারি।
নোকিয়া ২২৫ ফোনে রয়েছে ০.৩ মেগাপিক্সেল ভিজিএ ক্যামেরা।
Unisoc UMS9117 প্রসেসর থাকছে ফোনে। রয়েছে ডুয়েল সিম।
এইচএমডি গ্লোবাল জানিয়েছে, ফিচার ফোনে শীর্ষ সংস্থা নোকিয়া। কয়েক লক্ষ মানুষের কাছে ফোন নেই। তাঁদের কাছে সস্তায় ফোন দেওয়াই সংস্থার লক্ষ্য। দু'টি নতুন ফোনের সঙ্গে গ্রাহকরা পরিচিত। তবে তা আধুনিক।