ভারতের বাজারে ল্যাপটপ লঞ্চ করতে চলেছে নোকিয়া

Sun, 13 Dec 2020-2:46 pm,

নিজস্ব প্রতিবেদন: ল্যাপটপ লঞ্চ করতে চলেছে নোকিয়া। পোশাকি নাম Nokia PureBook X14। 

Intel Core i5 প্রসেসরের সঙ্গে  Dolby Atmos ও  Dolby Vision পাওয়া যাবে এই ল্যাপটপে। 

ল্যাপটপের ওজন তুলনামূলক অনেক কম হবে বলে জানিয়েছে সংস্থা- ১.১ কিলোগ্রাম। 

ভারতেই প্রথম লঞ্চ হবে এই ল্যাপটপ। এটিই নোকিয়ার প্রথম ল্যাপটপ। 

দাম কত হতে পারে সেই নিয়ে এখনও কিছু জানা যায়নি। কবে লঞ্চ হবে সেই দিনক্ষণও জানায়নি সংস্থা।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link