তামিলনাড়ুর কারখানায় করোনা আক্রান্ত ৪২ কর্মী! উৎপাদন বন্ধ করল Nokia
চিনা মোবাইল সংস্থা Oppo-এর পর করোনার জেরে এ বার তামিলনাড়ুর কারখানা বন্ধ করল Nokia। জানা গিয়েছে, তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরের ওই কারখানায় সংস্থার ৪২ কর্মীর শরীরে মিলেছে করোনাভাইরাস।
সংস্থার দাবি, সংক্রমণ রুখতে সব রকম আগাম সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। সামাজিক দূরত্ব, ক্যান্টিন পরিষেবা-সহ একাধিক বিষয়ে কড়াকড়ি করা হয়েছিল। তা সত্ত্বেও কোনও ভাবে এই সংক্রমণের ঘটনা ঘটেছে।
ভাইরাস যাতে সংস্থার আরও কর্মীদের মধ্যে সংক্রমিত হতে না পারে, সে জন্যই শ্রীপেরামবুদুরের ওই কারখানায় উৎপাদনের কাজ ফের বন্ধ করে দেওয়া হয়েছে।
এর আগে গত সপ্তাহে চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা Oppo নিজেদের উৎপাদন ইউনিট বন্ধ করে দিয়েছে। কারণ, ওই ইউনিটের অন্তত ৯ জন কর্মীর শরীরে করোনার উপস্থিতির প্রমাণ মিলেছিল।
Nokia, Oppo-র মতো মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলি ছাড়াও অন্যতম গাড়ি প্রস্তুতকারী সংস্থা Hyundai-এর চেন্নাইয়ের কারখানাও Covid-19-এর কারণে বন্ধ রাখা হবে বলে জানা গিয়েছে। একই কারণে Maruti Suzuki হরিয়ানার দুটি কারখানাতেও উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।