বছরের প্রথম দিনেই লাফিয়ে বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম
রান্নাঘরে ফের আগুন। টানা চার মাসে ফের বাড়ল ভর্তুকিহীন গ্যাসের(১৪.২ কেজি) দাম।
বুধবার নববর্ষের প্রথম দিনেই কলকাতায় গ্যাসের দাম লাফিয়ে বাড়ল ২১.৫০ টাকা।
ইন্ডিয়ান অয়েলের বিবৃতি অনুযায়ী দিল্লি ও মুম্বইয়ে ভর্তুকিহীন গ্যাসের দাম বাড়ল যাথাক্রমে ১৯ টাকা ও ১৯.৫০ টাকা।
কলকাতায় আজ থেকে ভর্তুকিহীন গ্যাসের দাম হল ৭৪৭ টাকা। ডিসেম্বরের শুরুতেই দাম বেড়ে হয়েছিল ৭২৫ টাকা।
এবছর গত চার মাসে কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ধাপে ধাপে ১৪৬ টাকা বেড়ে হল ৭৪৭ টাকা।