Noor Malabika Das Death: ফ্ল্যাট থেকে উদ্ধার পচাগলা দেহ, মহেশ ভাট ঘনিষ্ঠ এই অভিনেত্রীকে চেনেন?

Soumita Mukherjee Mon, 10 Jun 2024-8:03 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বলিউডে সুশান্তের ছায়া। ফ্ল্যাট থেকে উদ্ধার উঠতি অভিনেত্রীর ঝুলন্ত পচাগলা দেহ।

 

মাত্র ৩১ বছরে বয়সেই চলে গেলেন অভিনেত্রী নূর মালবিকা দাস(Malobika Das)। কাজল ও যীশুর সাম্প্রতিক ওয়েব সিরিজ ট্রায়ালে অভিনয় করেছিলেন মালবিকা। 

 

জানা যায় যে তাঁর ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরোনোর পরেই পুলিসে খবর দেয় তাঁর প্রতিবেশীরা। 

 

ওশিয়ারা পুলিস অভিনেত্রীর ফ্ল্যাটে পৌঁছলে দেখে যে তাঁর ফ্ল্যাটটি ভেতর থেকে বন্ধ। তখন বাধ্য হয়েই ফ্ল্যাটের দরজা ভাঙে পুলিস। 

 

ঘরে ঢুকেই পুলিস দেখে যে ফ্য়ান থেকে ঝুলছে দেহ, যা ইতোমধ্যেই পচন ধরেছে। জানা যায় যে ৬ জুন আত্মহত্যা করেছেন অভিনেত্রী। 

 

যে ঘরে মালবিকা আত্মহত্যা করেছেন, সেই ঘর থেকে পুলিস উদ্ধার করেছে তাঁর মোবাইল, কিছু ওষুধ এবং একটি ডায়েরি। ময়না তদন্তের জন্য তাঁর দেহ পাঠানো হয় গোরেগাঁও সিদ্ধার্থ হাসপাতালে। 

 

অভিনেত্রীর বাড়িতে খবর দেওয়া হলেও তাঁর শেষযাত্রায় হাজির হননি তাঁর বাড়ির মানুষেরা। একটি এনজিওর মাধ্যমে পুলিসই মালবিকার শেষকৃত্য সম্পন্ন করে। 

 

কে এই অভিনেত্রী?কেরিয়ারের শুরুতে কাতার এয়ারওয়েজের বিমানসেবিকা ছিলেন নূর। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার সংখ্যা দেড় লক্ষেরও বেশি। 

 

অসমের মেয়ে মালবিকা, একাই থাকতেন মুম্বইয়ে। জানা যাচ্ছে যে গত মাস অবধি তাঁর পরিবারের সদস্যরা তাঁর সঙ্গেই মুম্বইয়ে ছিলেন। মাত্র ১ সপ্তাহ আগেই তাঁরা ফিরে যান গ্রামে। 

 

২০১৮ সাল থেকে মুম্বইয়ে একাধিক ছবি ও ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। ব্যাকরোড হাসেল, সিসকিয়াঁ, ওয়্যাকাম্যান, তিখি চাটনি, চরম সুখ, দেখি অনদেখি সিরিজের পাশাপাশি দ্য ট্রায়ালেও দেখা গেছে তাঁকে। 

 

ছোটপর্দার সুধাংশু সিংয়ের সঙ্গেও অভিনয় করেছেন মালবিকা। তাঁর সঙ্গে একটি ছবিও পোস্ট করেছিলেন অভিনেত্রী। 

 

এমনকী মহেশ ভাটের সঙ্গেও বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন তিনি। মহেশকে স্যার বলে উল্লেখ করেন মালবিকা দাস। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link