সেনাবাহিনীর হাতে আসছে উন্নত স্নাইপার রাইফেল: সেনাপ্রধান
আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় সেনা। আগামী ২০ জানুয়ারির মধ্যে নর্দান কামান্ডের হাতে আসছে উন্নত ধরনের স্নাইপার রাইফেল। জানালেন সেনাপ্রধান বিপিন রাওয়াত।
বৃহস্পতিবার সেনার বার্ষিক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন বিপিন রাওয়াত। এদিন তিনি বলেন, ফেব্রুয়ারি ও মার্চের মধ্যেই জানা যাবে সেনার হাতে কবে আরও রকেট ও ক্ষেপণাস্ত্র আসছে।
আন্তর্জাতিক সীমানায় সেনার কর্মকাণ্ড সম্পর্কে বিপিন রাওয়াত বলেন, ভারতে ঢোকার জন্য নিয়ন্ত্রণরেখায় কমপক্ষে ৩০০ জঙ্গি অপেক্ষা করছে। চিন ও পাকিস্তান সীমান্তে পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে ভালো কাজ করেছে সেনা।
জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে রাওয়াত বলেন, কাশ্মীরের পরিস্থিতি আরও উন্নতি হওয়ার প্রয়োজন ছিল। রাজ্যে শান্তি স্থাপনের জন্য নিরন্তর কাজ করছে সেনা।
অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন রাওয়াত।