Nostradamus’s 2025 Zodiac Signs Predictions: নতুন বছর পড়লেই টাকার বন্যায় ভাসবেন এই রাশির জাতকেরা! অব্যর্থ দ্রষ্ট্রা নস্ট্রাদামুসের প্রবাদপ্রতিম পূর্বাভাস...

Soumitra Sen Sat, 28 Dec 2024-12:46 pm,

ফরাসি এই ভবিষ্যদ্বক্তা বলছেন, আসন্ন ২০২৫-য়ে মেষ রাশির জাতকের প্রায় সমস্ত ইচ্ছাই পূরণ হবে। বিশেষ করে অর্থসংক্রান্ত সাধ পূরণ হবেই। এ বছরটি হতে চলেছে মঙ্গলের। আর মঙ্গল মেষের অধিপতি। ফলে মঙ্গলের আশীর্বাদে মেষ রাশির জাতকেরা মিলিওনেয়ার পর্যন্ত হতে পারেন। 

স্থিতিশীলতাই সবচেয়ে বড় ব্যাপার হয়ে থাকবে। এঁরা এ সময়ে বিপুল বিনিয়োগ করবেন। আবার লং-টার্ম অর্থনৈতিক লক্ষ্যও পূরণ হবে এঁদের। এঁরা এ বছরটিতে প্রচুর টাকার মুখ দেখবেন। 

নিজেদের ক্যারিশমার তুঙ্গে থাকবেন এঁরা, দেবেন সফল নেতৃত্বও। এঁরাও মঙ্গলের সহায়তা পাবেন। এঁরা বছরভর সৃজনশীল থাকবেন।  পাবেন বিপুল অর্থনৈতিক সহায়তাও।  

২০২৫ সালে এঁরা খুবই পরিশ্রমী থাকবেন। আর এই পরিশ্রমের ফলেই এঁরা বিপুল অর্থের মালিক  হবেন। এঁদের অধিপতি হলেন শনি। আর শনির কৃপায় মকররাশির জাতকেরা সাফল্যের চূড়ায় উঠবেন, বলছেন স্বয়ং নস্ট্রাদামুস। 

এঁরা এমনিতেই একটু ধনী গোছের। এর উপর ২০২৫ সালে এঁদের অর্থভাগ্য থাকবে দারুণ। সমস্ত বাধা পেরিয়ে এঁরা এগিয়ে যাবেন। নানা অলৌকিক ঘটনা ঘটবে এঁদের জীবনে।

এঁরা ২০২৫ সালে অর্থনৈতিক সমৃদ্ধির তুঙ্গে থাকবেন। ঠিকঠাক বিনিয়োগ করার সূত্রে এ বছরটিতে এঁরা প্রচুর অর্থের মালিক হবেন। শুধু কনসিস্টেন্ট থাকতে হবে এবং মনঃসংযোগ করতে হবে। ব্যস! কেল্লা ফতে!

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link