Nostradamus-এর ভবিষ্যদ্বাণীই কি তবে সত্যি! পৃথিবীর দিকে ধেয়ে আসছে Eiffel Tower-এর সমান `বিপদ`

Wed, 06 Jan 2021-11:56 am,

French জ্যোতিষী Nostradamus ভবিষ্যদ্বাণী করেছিলেন এমনটাই। ২০২১-এর শুরুতেই বড় বিপদের মুখে পড়তে হবে পৃথিবীবাসীকে। সেই ভবিষ্যদ্বাণীই কি তবে সত্যি হল!

Eiffel Tower-এর সমান একটি গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। ২০২১-এর শুরুতেই যে কোনও সময় এটি পৃথিবীতে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই গ্রহাণুর নাম 2021 CO247. পৃথিবীর 7.4 million kilometres এলাকাজুড়ে এই গ্রহাণু আছড়ে পড়তে পারে।

NASA জানিয়েছে, আজ  2021 AC নামের একটি গ্রহাণু পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়বে। পৃথিবীর গা ঘেঁষে সেটি বেরিয়ে যাবে বলে জানানো হয়েছে।

২০২১-এর শুরুর দিনেই তিনটি গ্রহাণু পৃথিবীর গাঁ ঘেঁষে বেরিয়ে গিয়েছে। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা হয়েছে। 2019 YB4 গ্রহাণু পৃথিবীর সঙ্গে সাড়ে ছয় কিমি দূরত্ব রেখে বেরিয়েছে।

 

NASA-র তরফে জানানো হয়েছে, গ্রহাণুর ধেয়ে আসার ঘটনা নতুন কিছু নয়। প্রতি বছরই নির্দিষ্ট সময় পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়ে এক বা একাধিক গ্রহাণু।

 

তবে গ্রহাণুর গতিপথ নির্ধারণ বড় সমস্যা হয়ে দাঁড়ায়। পৃথিবীর কক্ষপথে প্রবেশের পরই গ্রহাণুদের গতিবিধি আন্দাজ করা কিছুটা সম্ভব হয়।

 

6,338টি ভবিষ্যদ্বাণী করেছিলেন French জ্যোতিষী Nostradamus. তার মধ্যে 3797টি এখনও পর্যন্ত সঠিক বলে প্রমাণিত হয়েছে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link