অনলাইনে মিলছে কলকাতা ডার্বির টিকিট, জেনে নিন কোথায়
অবশেষে অনলাইনে এল বড় ম্যাচের টিকিট। শুক্রবার এক প্রেস বিবৃতি জারি করে একথা ঘোষণা করেন আইএফএ-র সচিব উত্পলকুমার গঙ্গোপাধ্যায়।
আগামী ২ সেপ্টেম্বর কোয়েস ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচের টিকিট তাই এবার বাড়ি বসেই কেটে ফেলতে পারবেন ফ্যানেরা।
এতদিন বড় ম্যাচের টিকিটের জন্য ছুটতে হত ক্লাব তাঁবুতে। অথবা টিকিট মিলত স্টেডিয়ামে। অফিস ফেরত বাড়তি ঝক্কি এবার পোহাতে হবে না আর। মাউসের কয়েকটা ক্লিকেই মিলবে টিকিট। শুক্রবার আইএফ-এ সচিব টিকিটের হালহদিশ জানিয়েছেন সংবাদমাধ্যমকে।
www.kyazoonga.com-এ মিলবে বড় ম্যাচের টিকিট। এই প্রথম অনলাইনে মিলছে বড় ম্যাচের। শুক্রবার বিকেল ৫টা থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। এজন্য ইন্দাস এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক নামে একটি সংস্থার সঙ্গে চুক্তি করেছে আইএফএ।
টিকিদের দরও জানিয়ে দিয়েছে আইএফএ। তালিকা অনুসারে লোয়ার ও আপার টিয়ারে ১০০ টাকা, মিডল টিয়ারে ২০০ টাকা, ডান ও বাঁ দিকের ভিআইপি বক্সে ৫০০ টাকা ও মাঝের বক্সে ৮০০ টাকা দিতে হবে টিকিটের দাম।