লাফিয়ে বাড়ছে যাত্রীর সংখ্যা, লাভের মুখ দেখবে ইস্ট-ওয়েস্ট মেট্রো?
অয়ন ঘোষাল: সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত চাকা গড়াতেই ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যেন যাত্রী সুনামি। উত্তরোত্তর যাত্রী বৃদ্ধি। শিয়ালদহ দেখাবে লাভের মুখ এমনটাই আশায় মেট্রো কর্তাদের।
যাত্রী বাড়ল প্রায় ১০ গুণ। মেট্রো সূত্রে খবর, এর ফলে কমবে ক্ষতির বোঝা।
পুরো রুট চালু হয়ে গেলে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা মেট্রো কর্তৃপক্ষের।
বৃহস্পতিবারই ইতিহাসের সাক্ষী হয়েছে শিয়ালদহ। ইস্ট-ওয়েস্ট মেট্রোর মানচিত্রে জুড়ে গিয়েছে এই স্টেশন।
প্রথম দিনই শিয়ালদহ স্টেশনে ভিড় ছিল চোখে পড়ার মতো। দ্বিতীয় দিনে সেই ভিড় আরও বাড়ল।
ইস্ট-ওয়েস্ট মেট্রো সূত্রে খবর, এক দিনেই ১০ গুণ বেড়ে গিয়েছে যাত্রী সংখ্যা। বুধবার সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত সারা দিনে মেট্রোর যাত্রী সংখ্যা ছিল মাত্র ৩৩৭৬ জন।
বৃহস্পতিবার সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চড়েছেন ৩১০৩৭ জন। শুক্রবার সেই সংখ্যা আরও বেড়ে দাঁড়ায় ৩১৮৮৩ জন।
শুধু শিয়ালদহ থেকেই শুক্রবার মেট্রো ধরেছেন ১২৮১৮ জন যাত্রী।