Nusrat Jahan : প্রিন্টেড বিকিনিতে আরও `হট` নুসরত, `কঙ্কালসার` বলছে নেটপাড়া
মা হওয়ার কয়েক মাসের মধ্যেই লাস্যময়ী চেহারায় ধরা দিয়েছেন, ওজন কমিয়ে চমকে দিয়েছেন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান। মাতৃত্বের পর এত অল্প সময়ের মধ্যে তাঁকে ওজন কমিয়ে ফেলতে দেখে বিস্মিত হয়েছিলেন অনেকেই।
তৃতীয়াতে নীল-গোলাপী প্রিন্টেট বিকিনিতে ফটোশ্যুটের ছবি দিয়ে অনুরাগীদের আরও একবার চমকে দিয়েছেন নুসরত জাহান। তবে নুসরতকে এতটা রোগা হতে দেখে অনেক অনুরাগীরই হতাশ।
সাংসদ, অভিনেত্রীর এই পোস্টের নিচে কেউ লিখেছেন, 'একটুও ভালো লাগছে না। এখন আর কিছুতেই মানায় না'। কেউ আবার লিখেছেন, 'পাগল ও এর চেয়ে সুন্দর দেখায়', কেউ আবার 'চিংড়ি মাছ' বলে কটাক্ষ করেছেন। কারোর কটাক্ষ 'হাড্ডিসার'।
যদিও তাঁর অনুরাগীদের আশ্বস্ত করে ছবির ক্যাপশানে নুসরত লিখেছেন, 'পুজো এসে গেছে, তাই ডায়েটকে এবার গুডবাই বলতে চলেছেন।' আর তাই কিছু নেটনাগরিকের প্রশ্ন, 'তাহলে কি কবজি ডুবিয়ে খাওয়ার পরিকল্পনা করছেন?'
এদিকে টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে এবার বিগ বসে নাকি প্রতিযোগী হয়ে হাজির থাকতে চলেছেন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান। যদিও এবিষয়ে নুসরত নিজে কোনও মন্তব্য করেননি।