মিমির বাড়িতে আইবুড়ো ভাত খেলেন নুসরত
বিয়ে ১৯ জুন। বিয়ের মূল আসর বসছে ইস্তানবুলে বোদরুমে। তার আগে ১৬ জুন তুরস্ক উড়ে যাবেন। তার আগে প্রিয় বন্ধু তথা সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীর বাড়িতে আইবুড়ো ভাত খেলেন নুসরত।
বিয়ের আগে বাঙালি পরিবারে আইবুড়ো ভাত খাওয়ার রীতি রয়েছে। সেই রীতি মেনেই বুধবার মিমির বাড়িতে আইবুড়ো ভাত খান নুসরত জাহান।
আইবুড়ো ভাতের মেনুতে রয়েছে ভাত, লুচি, মাংস, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছ, পোলাও, ধোকার ডালনা, সহ আরও কত কী...
জানা যাচ্ছে নুসরতের তুরস্কের বিয়ের অনুষ্ঠানে হাজির থাকবেন মিমি চক্রবর্তীও।
নুসরতের বিয়ের প্রাক বিবাহ অনুষ্ঠানের সময় সূচি হল...
১৭ জুন তুরস্কের বোদরুম শহরে রয়েছে- ইয়াচ পার্টি সামার ফ্রাঙ্ক (সন্ধে ৬-রাত ১০টা)
১৮ জুন তুরস্কের বোদরুম শহরে রয়েছে- বোহেমিয়ান মেহেন্দি, পুল পার্টি ( দুপুর ১টা -বিকেল ৪টা)
১৮ জুন তুরস্কের বোদরুম শহরে রয়েছে- সঙ্গীত ইন্দো ওয়েস্টার্ন (রাত ৮টা থেকে ভোর ৩.৩০টা)
১৯ জুন তুরস্কের বোদরুম শহরে রয়েছে- সান কিস্ড (সকাল ১১টা-দুপুর ১টা)
ইতিমধ্যেই নুসরত ও নিখিলের বাড়িতে চলছে বিয়ের তোরজোড়। অভিনেত্রীর পার্ক সার্কাসের বাড়িতে এসে গিয়েছেন আত্নীয়রা।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে নুসরত জাহান ও নিখিল জৈনের বিয়ের কার্ড, যেটা ডিজাইন করেছেন মুম্বইয়ের এক শিল্পী।