Puri Jagannath Temple: মন্ত্রিসভার প্রথম বৈঠকেই জগন্নাথ মন্দির নিয়ে বড় সিদ্ধান্ত বিজেপি সরকারের
রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বড় সিদ্ধান্ত নিল ওড়িশার বিজেপি সরকার। বিষয়টি তাদের নির্বাচনী ইস্তেহারেই ছিল। বুধবার সেইমতো পদক্ষেপ করল রাজ্য সরকার।
সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে ঢোকার ৪টি গেটই তীর্থযাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। দেওয়া হবে।
করোনাকালে মন্দিরের মূল গেট ছাড়া আর সবকটি গেট বন্ধ করে দেওয়া হয়। ফলে তীর্থযাত্রীরা ঢুকতে পারতেন একমাত্র মূল ফটক দিয়েই।
ওড়িশার মুখ্যমন্ত্রী এনিয়ে বলেন, রাজ্য সরকারের প্রথম ক্যাবিনেট মিটিংয়ে মোট ৪টি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে একটি হল পুরীর জগন্নাথ মন্দিরের ৪টি গেটই খুলে দেওয়া হবে। বিজেপির নির্বাচনী ইস্তেহারেই ওই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
মুখ্যমন্ত্রী মাঝি আরও বলেন মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য ৫০০ কোটি টাকার একটি তহবিল তৈরি করা হবে।