Made in India, খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে Ola scooter

Fri, 25 Jun 2021-11:32 am,

নিজস্ব প্রতিবদন: Ola লঞ্চ করতে চলেছে Electric scooter। মূলত, এমনই ইঙ্গিত দিল Ola গ্রুপের CEO ভবিশ অগারওয়াল। তিনি টুইট করে বাইক প্রেমীদের কাছে জানতে চেয়েছেন নতুন স্কুটারের রঙ কালো যাচাই করা হয়ে গিয়েছে, কিন্তু আর কোন রঙে ভাল লাগবে ? এই ইঙ্গিতপূর্ণ টুইটের পরই মনে করা হচ্ছে খুব শীঘ্রই Ola Group লঞ্চ করতে চলেছে Electric scooter। 

সূত্র মারফত জানা গিয়েছে, আগামী সপ্তাহতেই দাম সহ বাকি ফিচার সম্পর্কিত তথ্য প্রকাশ্যে আনবে সংস্থা।

এই স্কুটার হতে চলেছে Etergo Appscooter। ঘণ্টায় ১০০ থেকে ১৫০ কিমি গতিতে ছুটতে পারবে এই  Electric scooter।  Lithium-ion battery থাকবে। তবে তা খোলা যাবে

 digital instrument, cloud connectivity, alloy wheels, telescopic suspension up front সহ একাধিক স্পেসিফিকেশন থাকতে পারে এই স্কুটারে। 

এই স্কুটার তৈরি করার জন্য ২ হাজার ৪০০ কোটি টাকা বিনিয়োগ করেছে সংস্থা। আগামী কয়েকমাসের মধ্যেই সম্পূর্ণ তৈরি হয়ে যাবে এই বাইক। এই বাইক তৈরির জন্য ২০০০-র বেশি কর্মচারী কাজ করছে।

বছরে ১০ মিলিয়ন Electric scooter তৈরির ভাবনাচিন্তায় রয়েছে সংস্থা। এটি সম্পূর্ণ মেড-ইন-ইন্ডিয়া স্কুটার যা Europe, UK, Latin America, Asia Pacific, Australia এবং New Zealand,এই সমস্ত দেশেও বিক্রি করা হবে। 

মনে করা হচ্ছে Bajaj Chetak, Ather 450X, TVS iQube-র সঙ্গে প্রতিদন্ধিতা করবে    Electric scooter। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link