Aadhaar Card Update: জানেন, আপনার যে আধার কার্ডটি এখন রয়েছে, অচিরেই সেটি বাতিল হয়ে যাবে?

Mon, 26 Dec 2022-8:28 pm,

ইউআইডিএআই বলছে, এই পর্বে ঠিকানা পরিবর্তন করে নেওয়া যাবে। সেলফ সার্ভিস আপডেট পোর্টাল বা এসএসইউপি-তে ঢুকে এটা করা যাবে।  শুধু ঠিকানা নয়, যা যা প্রয়োজনীয় সবই বদলে নেওয়া যাবে। 

কাজটির জন্য আগে ইউআইডিএআই-এর অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকুন-- uidai.gov.in

এবার এখানে ঢুকে দেখুন কোথায় 'My Aadhaar' ট্যাবটি রয়েছে। সেখানে 'Update Demographics Data and Check status'-য়ে ক্লিক করতে হবে। 

এর পর সেখান থেকে লগ ইন করতে হবে myaadhaar.uidai.gov.in/. -য়ে। সেখানে ঢুকে পুরনো আধার নম্বর এবং তার সঙ্গে আসা ক্যাপচা কোড দিন। 

এটা দেওয়ার পরে 'Send OTP'-তে ক্লিক করুন। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে। এবার 'Update Aadhaar Online'-য়ে ক্লিক করতে হবে। 

এখানে কিছু নির্দেশিকা রয়েছে। সেগুলি পড়ুন এবং 'Proceed to update Aadhaar'-য়ে ক্লিক করুন। তারপর পড়ে পড়ে পরের ধাপগুলি সেরে নিন। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link