Aadhaar Card Update: জানেন, আপনার যে আধার কার্ডটি এখন রয়েছে, অচিরেই সেটি বাতিল হয়ে যাবে?
ইউআইডিএআই বলছে, এই পর্বে ঠিকানা পরিবর্তন করে নেওয়া যাবে। সেলফ সার্ভিস আপডেট পোর্টাল বা এসএসইউপি-তে ঢুকে এটা করা যাবে। শুধু ঠিকানা নয়, যা যা প্রয়োজনীয় সবই বদলে নেওয়া যাবে।
কাজটির জন্য আগে ইউআইডিএআই-এর অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকুন-- uidai.gov.in
এবার এখানে ঢুকে দেখুন কোথায় 'My Aadhaar' ট্যাবটি রয়েছে। সেখানে 'Update Demographics Data and Check status'-য়ে ক্লিক করতে হবে।
এর পর সেখান থেকে লগ ইন করতে হবে myaadhaar.uidai.gov.in/. -য়ে। সেখানে ঢুকে পুরনো আধার নম্বর এবং তার সঙ্গে আসা ক্যাপচা কোড দিন।
এটা দেওয়ার পরে 'Send OTP'-তে ক্লিক করুন। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে। এবার 'Update Aadhaar Online'-য়ে ক্লিক করতে হবে।
এখানে কিছু নির্দেশিকা রয়েছে। সেগুলি পড়ুন এবং 'Proceed to update Aadhaar'-য়ে ক্লিক করুন। তারপর পড়ে পড়ে পরের ধাপগুলি সেরে নিন।