Kolkata: ভয়ংকর ঘূর্ণিঝড় `রিমাল` এসে পৌঁছনোর আগেই শহরে ভেঙে পড়ল পুরনো বাড়ি! অতঃকিম?
৩৬ এর এ গিরিশ অ্যাভিনিউর পুরোনো বাড়িটি দীর্ঘদিন ধরেই শরিকি বিবাদের কারণে মেরামতির করা সম্ভব হয়নি বলে স্থানীয় সূত্রের খবর।
সামনেই একটি চায়ের দোকান। সেখানে ভোরে চা খেতে এসেছিলেন ৫২ বছরের দেবজিৎ সান্যাল।
হঠাৎই সেই বাড়ির ৪ তলার বারান্দা এবং লাগোয়া কার্নিশের একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রাস্তায়।
উপর থেকে ভেঙে পড়া অংশের একটি ইট তাঁর মাথায় এসে লাগে।
আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় বাগবাজারেরই এক বেসরকারি হাসপাতালে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কলকাতা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপী ঘোষ। পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা রাস্তায় পড়ে থাকা ভাঙা বারান্দার অংশ সরিয়ে নিয়ে যান। বাড়িটির মালিককে সতর্ক করা হয়েছে এবং অবিলম্বে তাঁকে বাড়ির বিপজ্জনক অংশ সারিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান কাউন্সিলর।