মোরিনহোর পরিবর্তে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দায়িত্বে ওলে গানার সোল্কজায়ের

Sukhendu Sarkar Thu, 20 Dec 2018-9:55 am,

# ইংলিশ প্রিমিয়ার লিগে খারাপ পারফরম্যান্সের জেরে হোসে মোরিনহোকে ছাঁটাই করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

 

# মোরিনহোর সরকারি মাইকেল ক্যারিকের কাঁধেই বাকি মরশুমের দায়িত্ব তুলে দেওয়া হবে বলে একপ্রকার খবর ছড়িয়ে পড়ে।

# মোরিনহোর পরিবর্তে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন ম্যানেজার হিসেবে প্রাক্তন ম্যান ইউ তারকা ওলে গানার সোল্কজায়ের হাতেই দায়িত্ব তুলে দিল ক্লাব কর্তৃপক্ষ।

 

# ১৯৯৬ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ১১ বছর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলেছেন স্ট্রাইকার ওলে। ১১ মরশুমে ৩৬৬ ম্যাচে ১২৬টি গোল করেছেন ম্যান ইউ-র হয়ে।

# স্যার অ্যালেক্স ফার্গুসনের জমানায় পছন্দের ফুটবলার ছিলেন ওলে গানার। তাঁর গোলেই ১৯৯৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রেড ডেভিলসরা। ৬টি প্রিমিয়ার লিগও জেতেন সোল্কজায়ের।

# নতুন দায়িত্ব পেয়ে দারুণ খুশি সোল্কজায়ের। তিনি জানান, "ম্যাঞ্চেস্টার ইউনাইটেড আমার হৃদয়ে রয়েছে। এই দায়িত্ব নিয়ে ক্লাবে ফেরাটা দারুন ব্যাপার।"

# মরশুমের শেষ পর্যন্তই ইউনাইটেডের দায়িত্বে থাকছেন তিনি। সঙ্গে থাকছেন আরও এক প্রাক্তনী মাইক ফেলান। থাকছেন মোরিনহোর সহকারি মাইকেল ক্যারিকও।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link