মোরিনহোর পরিবর্তে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দায়িত্বে ওলে গানার সোল্কজায়ের
# ইংলিশ প্রিমিয়ার লিগে খারাপ পারফরম্যান্সের জেরে হোসে মোরিনহোকে ছাঁটাই করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
# মোরিনহোর সরকারি মাইকেল ক্যারিকের কাঁধেই বাকি মরশুমের দায়িত্ব তুলে দেওয়া হবে বলে একপ্রকার খবর ছড়িয়ে পড়ে।
# মোরিনহোর পরিবর্তে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন ম্যানেজার হিসেবে প্রাক্তন ম্যান ইউ তারকা ওলে গানার সোল্কজায়ের হাতেই দায়িত্ব তুলে দিল ক্লাব কর্তৃপক্ষ।
# ১৯৯৬ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ১১ বছর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলেছেন স্ট্রাইকার ওলে। ১১ মরশুমে ৩৬৬ ম্যাচে ১২৬টি গোল করেছেন ম্যান ইউ-র হয়ে।
# স্যার অ্যালেক্স ফার্গুসনের জমানায় পছন্দের ফুটবলার ছিলেন ওলে গানার। তাঁর গোলেই ১৯৯৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রেড ডেভিলসরা। ৬টি প্রিমিয়ার লিগও জেতেন সোল্কজায়ের।
# নতুন দায়িত্ব পেয়ে দারুণ খুশি সোল্কজায়ের। তিনি জানান, "ম্যাঞ্চেস্টার ইউনাইটেড আমার হৃদয়ে রয়েছে। এই দায়িত্ব নিয়ে ক্লাবে ফেরাটা দারুন ব্যাপার।"
# মরশুমের শেষ পর্যন্তই ইউনাইটেডের দায়িত্বে থাকছেন তিনি। সঙ্গে থাকছেন আরও এক প্রাক্তনী মাইক ফেলান। থাকছেন মোরিনহোর সহকারি মাইকেল ক্যারিকও।