রতিক্রিয়ার পাঠ দেওয়ার অভিযোগে গ্রেফতার মডেল
পাটায়া শহর থেকে অনাসতেসিয়াকে গ্রেফতারের পর থেকেই শুরু হয় জল্পনা
পাটায়ায় ওই রাশিয়ান মডেলের পাঠশালায় প্রায় ৪০ জন পুরুষ হাজির হয়েছিলেন
অভিযোগ, 'ওয়ার্ক ভিসা' না থাকা সত্ত্বেও আনাসতেসিয়া যৌন শিক্ষার পাঠশালা খুলে বসেছিলেন
আনাসতেসিয়ার কাছে 'ওয়ার্ক ভিস' নেই, তা সত্ত্বেও তিনি যৌনতা শিক্ষার পাঠশালা খুলে বসেন, আর সেই অভিযোগেই ওই মডেলকে গ্রেফতার করা হয় বলে খবর
গত সপ্তাহে থাইল্যান্ডের পাটায়া শহর থেকে গ্রেফতার করা হয় অনাসতেসিয়াকে
রাশিয়ান পাসপোর্ট নিয়ে থাইল্যান্ডে প্রবেশ করেন আনাসতাসিয়া ভাসুকেভিচ নামে ওই রাশিয়ান মডেল