Omicron: ওমিক্রন আতঙ্কে আশার আলো! কত দিনে স্বাভাবিক হবে পরিস্থিতি? যা বলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা
নিজস্ব প্রতিবেদন: গোটা বিশ্বে ঊর্ধ্বমুখী করোনার নয়া প্রজাতি ওমিক্রনের (Omicron) গ্রাফ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্য়া। যদিও বিশেষজ্ঞরা বলছেন করোনার ডেল্টা প্রজাতির তুলনায় ওমিক্রনের (Omicron) ভয়াবহতা কম। তাও ত্রস্ত সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে আশার আলো দেখালেন আন্তর্জাতিক চিকিৎসকরা। কত দিনে স্বাভাবিক হবে পরিস্থিতি এবং আগের মতো সুষ্ঠু জনজীবনে ফিরবে? স্পষ্ট করে জানালেন চিকিৎসকরা।
ডেনমার্কের স্টেট সেরাম ইনস্টিটিউটের প্রধান Tyra Grove Krause এবং সেদেশের আরও বিশেষজ্ঞরা জানালেন, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি।
তাঁরা জানান, চলতি মাসের শেষের দিকে ওমিক্রনের (Omicron) প্রকোপ বাড়বে। সংক্রমণ শীর্ষে পৌঁছে যেতে পারে। তবে এতে ভয় পাওয়ার কিছু নেই বলে মত ডেনমার্কের বিশেষজ্ঞদের।
Tyra Grove Krause এবং ডেনমার্কের অন্যান্য বিশেষজ্ঞদের মতে, আগামী ৬০ দিনের মধ্যে পরিস্থিতি বদলে যাবে। সব কিছু স্বাভাবিক হয়ে যাবে।
Tyra Grove Krause আরও জানান, ওমিক্রন আক্রান্তদের মৃদু উপসর্গ থাকছে। ফলে তাঁদের হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হচ্ছে না। তবে ডেল্টার সময় সাধারণ মানুষকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছিল।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা 'দ্য সান'-এর তথ্য বলছে, ডেল্টার তুলনায় ওমিক্রনে (Omicron) হাসপাতালে ভর্তি হওয়ার হার ৫০ থেকে ৭০ শতাংশ কম।