ডালহৌসিতে পাহাড়ি পথ বেয়ে ওঠার পথে ওমলেটে মন দিলেন রেশমি দেশাই

Thu, 03 Dec 2020-5:26 pm,

করোনাকালে দীর্ঘদিন বাড়িতে আটকে থাকার পর একটু ফুরসত পেতেই বহু তারকাকেই ছুটি কাটাতে যেতে দেখা যাচ্ছে। সেই তালিকায় রয়েছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী রেশমি দেশাই। 

 

ছবি-ইনস্টাগ্রাম

বন্ধুদের সঙ্গে হিমাচল প্রদেশে ছুটি কাটাতে গিয়েছেন রেশমি। হিমাচল ভ্রমণের বেশকিছু ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেছেন অভিনেত্রী। 

 

ছবি-ইনস্টাগ্রাম

পাহাড়ি পথে ওঠার সময় রাস্তাতেই স্বল্প বিশ্রাম রেশমির।

 

ছবি-ইনস্টাগ্রাম

 

ডালহৌসি ভ্রমণের ছবি শেয়ার করে রেশমি ক্যাপশানে লিখেছেন, ''যেখানে ওয়াইফাই কমজোর, সেখানে সূর্যালোক জোরালো।''

 

ছবি-ইনস্টাগ্রাম

পাহাড়ি পথ বেয়ে ওঠার পথে রাস্তাতেই একটু থেমে খাবার কিনতে দেখা গেল অভিনেত্রীকে। খাবার কেনার সময় রেশমির ক্যামেরাবন্দী কিছু মুহূর্ত উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।  যা ভাইরাল হয়েছে। 

 

ছবি-ইনস্টাগ্রাম

ভিডিয়োতে নিজের এবং বন্ধুদের জন্য টক-ঝাল নুডুলস অর্ডার করতে দেখা গেল অভিনেত্রী। সঙ্গে অমলেট ও জলও কিনলেন অভিনেত্রী। 

 

ছবি-ইনস্টাগ্রাম

রেশমির এই ভিডিয়োটে তাঁর অজান্তের তোলা হয়েছে বলে মনে করা হচ্ছে। 

ছবি-ইনস্টাগ্রাম

ডালহৌসি ভ্রমণে খোশমেজাজে অভিনেত্রী রেশমি দেশাই। 

ছবি-ইনস্টাগ্রাম

সম্প্রতি, রিয়েলিটি গেম শো লেডিজ বনাম জেন্টলম্যানের একটি পর্বে দেখা গিয়েছে রেশমি দেশাই-কে। একতা কাপুরের নাগিন-৪ এও অভিনয় করেছেন রেশমি। 

ছবি-ইনস্টাগ্রাম

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link