On This Day In 1989: ৩২ বছর আগে আজকের দিনে কোন বিশেষ সাফল্য পেয়েছিলেন Sachin Tendulkar?

Wed, 24 Nov 2021-2:10 pm,

সেই টেস্টে মাত্র ১০১ রানে চার উইকেট খুইয়ে সমস্যায় পড়ে টিম ইন্ডিয়া। এরপর পঞ্চম উইকেটে জুটি বাঁধেন সচিন ও সঞ্জয় মঞ্জরেকর। ১৭২ বলে ৫৯ রানের ইনিংস খেলেন সচিন। মঞ্জরেকর করেন ২৪০ বলে ৭৬ রান। ১৪৩ রানের পার্টনারশিপ গড়েন দুজনে।

১৯৮৯ সালে টেস্টে করাচিতে ভারত-পাকিস্তান টেস্ট ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হয় সচিনের। একই ম্যাচে অভিষেক করেছিলেন পাকিস্তানের অন্যতম সেরা পেসার ওয়াকার ইউনিস। সেই সফল কেরিয়ারের শুরু সচিনের। তার পর থেকে একের পর এক মাইলফলক ছুঁয়েছেন মাস্টার ব্লাস্টার। 

করাচিতে অভিষেক টেস্ট খেলতে নামার আগে তৎকালীন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে তরুণ তেন্ডুলকর। 

ফয়জালাবাদে প্রথম অর্ধ শতরানের পর কপিল দেব ও সেই সময়ের অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে ১৬ বছরের সচিন। 

সেবারের পাকিস্তান সফরে বিখ্যাত হয়ে উঠেছিল ভারতীয় দলের 'সানডে ক্লাব'। সেখানে গান-আড্ডার মেজাজে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের পাওয়া যেত। তেমনই এক মুহূর্ত ফিরে এল। এই ছবিতে দেখা যাচ্ছে তবলায় তাল দিচ্ছেন সচিন। বন্ধু সঞ্জয় তাঁর পাশে হারমোনিয়াম নিয়ে বসে আছেন। 

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান সচিন। এখনও পর্যন্ত টেস্ট ও একদিনের ক্রিকিটে তিনিই সর্বোচ্চ রান সংগ্রহকারী। এছাড়াও সবথেকে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ডও তাঁর ঝুলিতেই। 

 

 ২০১২ সালের ১৬ মার্চ বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে শততম শতরান করেছিলেন 'মাস্টার ব্লাস্টার'। সেই ম্যাচে ১৪৭ বলে ১১৪ রান করেছিলেন তিনি। 

 

২০১১ সালের ২ এপ্রিল ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল জিতে সতীর্থদের কাঁধে চেপে মাঠে ঘুরেছিলেন সচিন। 

 

আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট রান সংগ্রহ ৩৪,৩৫৭। এর পাশাপাশি মাস্টার ব্লাস্টার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে কাজ করেছেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link