একসময় ছিল টাকার অভাব, চিত্রনাট্য পছন্দ হলে এখনও বিনা পারিশ্রমিকেই অভিনয় করেন Rajkummar

Tue, 31 Aug 2021-7:09 pm,

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার রাজকুমার রাওয়ের (Rajkummar Rao) ৩৭তম জন্মদিন। পার্টি করার থেকে ঘরেি সময় কাটাতে ভালোবাসেন অভিনেতা। জন্মদিনটা বাড়িতে পরিবারের সঙ্গে কাটাচ্ছেন তিনি। 

বলিউডে রাজকুমার রাওয়ের স্ট্রাগল কোনও সিনেমার চিত্রনাট্যের থেকে কম নয়। এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, এক সময় অডিশন দিতে যাওয়ার মতও টাকা ছিল না তাঁর কাছে। বন্ধুরা নিয়ে গেলে তবেই অডিশন দিতে যেতে পারতেন অভিনেতা। 

অভিনয়ের স্কুলে ফি দেওয়ার টাকাও ছিল না তাঁর কাছে। কিন্তু সব লড়াই একদিন শেষ হয়। সেভাবেই ধীরে ধীরে রাজকুমারে ভাগ্য সহায় হয়। হাতে আসতে থাকে একের পর এক চিত্রনাট্য। কাই পো চে ছবিতে প্রথমবার মুখ্য চরিত্রে দেখা যায় তাঁকে। 

প্রথম ছবিতেই পরিচালক ও দর্শকদের মন জয় করেন অভিনেতা। এরপর হাতে আসতে থাকে একের পর এক কাজ। আর্থিক সমস্যা দূর হওয়ার পর থেকে রাজকুমার নিজের মর্জির মালিক। চিত্রনাট্য পছন্দ হয়েছিল কিন্তু বাজেটের সমস্যার কারণে নিউটনে অভিনয় করা অনিশ্চিত হয়ে পড়েছিল রাজকুমারের। তাই এই  ছবির জন্য কোনও পারিশ্রমিক নেননি অভিনেতা। 

বধাই দো, সেকেন্ড ইনিংস, হিট সহ একাধিক ছবি রয়েছে রাজকুমারের ঝুলিতে। 

জন্মদিনে রাজকুমারকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন তাঁর বান্ধবী পত্রলেখা। শুভেচ্ছার শেষে লিখেছেন বাকি কথা বাড়িতে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link