স্মার্ট সঙ্গে স্মুথ, ভারতে আজ লঞ্চ OnePlus Nord 2, OnePlus Buds Pro, দাম কত?

Thu, 22 Jul 2021-3:17 pm,

নিজস্ব প্রতিবেদন:  স্মার্ট, স্মুথ, OnePlus Nord 2 এবং OnePlus Buds Pro দাবি কোম্পানির। যা বাজার চলতি অন্যান্য ফোনের চেয়ে নাকি কয়েকগুণ ঊর্ধ্বে। আজই ভারতে লঞ্চ হচ্ছে এই দুই ফোন। 

বিগত বেশ কিছুদিন ধরেই ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে যাবতীয় তথ্য প্রকাশ করে এসেছে কোম্পানি। যা OnePlus Nord 2 এবং OnePlus Buds Pro-কে ক্রমশ লোভনীয় করে তুলেছে।

 মনে করা হচ্ছে OnePlus Nord 2-র দাম হতে পারে ৩১ হাজার ৯৯৯ টাকা। ৮ জিবি + ১২ জিবির কম্বিনেশনে পাওয়া যাবে এই ফোন। যদি আপনি ১২জিবি+২৫৬ জিবির ভেরিয়েন্ট নিতে চান তাহলে আপনাকে খরচ করতে হতে পারে প্রায় ৩৪,৯৯৯ টাকা। লঞ্চের পরই স্পষ্ট হবে।  

মূলত  Red, Gray Sierra, Blue Haze, এবং Green Woods রঙে পাওয়া যাবে OnePlus Nord। 

দু-বছরের OS আপডেটের সঙ্গে ৩ বছরের সফটওয়ার সাপোর্ট পাবেন। ডুয়াল সিমের স্লট রয়েছে। OxygenOS 11.3-তে চলবে ফোনটি। ৬.৪৩ ইঞ্চি স্ক্রিনে থাকছে ১,০৮০x২,৪০০ pixels রেজোলিউশন। যার অ্যাসপেক্ট রেশিও ২০:৯। 

 

ফোনের ক্যামেরায় থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ সঙ্গে ৫০ মেগাপিক্সেলের IMX766 sensor। ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। ২ মেগাপিক্সেলের tertiary sensor থাকছে পিছনের ক্যামেরায়।  সেলফির জন্য বরাদ্দ ৩২ মেগাপিক্সেল।  এছাড়া থাকছে  dual video, nightscape ultra, group shot 2.0, সহ আরও অনেক কিছু। 

ব্যাটারি ব্যাকআপ ৪,৫০০ mAh, সঙ্গে 65W Warp Charge fast charging support থাকছে। 

এছাড়া আজ লঞ্চ হচ্ছে OnePlus Buds Pro। যাতে রয়েছে  USB Type-C port। নয়েজ ক্লিয়ারেন্স হবে। তবে এর দাম কত কত হতে পারে তা জানা যায়নি। লঞ্চের পরই দাম স্পষ্ট হবে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link